বাড়বে তাপমাত্রা, ফের ৪০ ডিগ্রি পার করতে চলেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা
বৃষ্টি হওয়ার কথা এই পাঁচটি জেলায়
অস্বস্তিকর গরমে নাজেহাল রাজ্যবাসী। কবে হবে বৃষ্টি? সেই আশাতেই চাতকপাখির মতো তাকিয়ে গোটা রাজ্যবাসী। তবে এখনই স্বস্তির বার্তা শোনাতে পারল না আলিপুর হাওয়া অফিস। পূর্বাভাস বলছে, আগামী ৪ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বাড়তে পারে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ফের ৪০ ডিগ্রির উপরে পৌঁছতে পারে তাপমাত্রার পারদ।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। কাজেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
আরও পড়ুন
জানা গিয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং-আগামী ২৪ ঘণ্টায় এই পাঁচ জেলায় হতে পারে বৃষ্টিপাত। তবে আগামী ২ দিনে উত্তরবঙ্গে সার্বিক ভাবে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।