বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস বঙ্গে! কাঠগড়ায় পশ্চিমী ঝঞ্ঝা
আগামী সপ্তাহে বৃহস্পতিবারের পর থেকে ফের তাপমাত্রা নিম্নমুখী হতে পারে
শান্তি নেই বাংলার (West Bengal)। শীতের হাত রেহাই না পেতেই ফের বঙ্গে শুরু বৃষ্টির প্রকোপ। ইতিমধ্যেই সব জেলাই ভিজেছে বৃষ্টিতে। তার মধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (West Bengal Weather Update)। জানা যাচ্ছে, উত্তর-দক্ষিণ বরাবর সমুদ্রপৃষ্ঠ থেকে ২.১ কিলোমিটার উচ্চতায় বিহার থেকে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। আর তার জেরেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আগামী তিন দিন বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা। রেহাই নেই উত্তরবঙ্গের। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে বলেই জানাচ্ছে আলিপুর। কাজেই, বাইরে বেরোনোর আগে ছাতা অত্যাবশ্যক।
জানা যাচ্ছে, ২৪ জানুয়ারি সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনভর আকাশ মেঘলা থাকবে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে।
প্রসঙ্গত, সম্প্রতি একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে সরাসরি পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। আর তার জেরেই একই ভাবে ২৫ জানুয়ারি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সঙ্গে রয়েছে কুয়াশার সম্ভাবনা।