Weather Update : নতুন বছর পড়তেই উধাও হাড়কাঁপানো শীত

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/01/2022   শেষ আপডেট: 02/01/2022 7:41 a.m.
instagram.com/street_licious_

আগামী ৫ জানুয়ারি থেকে রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে

নতুন বছর পড়তেই উধাও হাড়কাঁপানো শীত। ডিসেম্বরের শেষের দু'এক দিন বাদ দিলে, শীত একেবারেই (Weather Update) অধরা। আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছিলেন, নতুন বছরের শুরু থেকেই নামবে তাপমাত্রার পারদ। তবে গতকাল ভোরের দিকে সামান্য কুয়াশা থাকলেও, পরে আকাশ পরিষ্কার হতেই শীতের আমেজ উধাও। যদিও ছিল উত্তরের হাওয়া। তাপমাত্রার পারদ পতনের সঙ্গে আবহাওয়াবিদরা এও জানিয়েছিলেন, এখনই জাঁকিয়ে পড়বে না শীত।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, জানুয়ারির প্রথম সপ্তাহের শেষের দিকে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা বড়সড় প্রভাব ফেলতে পারে রাজ্যের আবহাওয়ার পরিস্থিতিতে। তার জেরে আপাতত উধাও হাড়কাঁপানো শীত।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তর পশ্চিম ভারতে ৪ জানুয়ারি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে। তারই জেরে আগামী ৫ জানুয়ারি থেকে এরাজ্যেও রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী দিন কয়েক এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।