শিখের পাগড়ি খোলা বিষয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ
"পাগড়ি বলে খুলে নিয়েছে, গোল টুপি হলে পারতো না" রাজ্য প্রশাসনকে খোঁচা দিলীপ ঘোষের
৮ তারিখ বিজেপির নবান্ন অভিযানে বলবিন্দর সিং নামক এক শিখের পাগড়ি খুলে যায় পুলিশের সাথে ধস্তাধস্তিতে। সেই মুহূর্তে এই নিয়ে বিতর্ক না হলেও প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংয়ের করা টুইটের পর বিতর্ক দানা বাঁধে। টুইট করে নিন্দা জানান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ। এই বিতর্কে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূল সরকারের প্রতি সাম্প্রদায়িক তোষণের অভিযোগ তুলে তিনি বললেন, "পাগড়ি তাই খুলে নিয়েছে, গোল টুপি হলে খুলতে পারতো না। গোল টুপি থাকলে এমনভাবে মারতো তো পুলিশ?"
আরও পড়ুন
বলবিন্দর বিজেপি নেতা প্রিয়াংগু পাণ্ডের দেহরক্ষী। একজনের দেহরক্ষীর উপর এমন পুলিশি নির্যাতনে তাজ্জব বনে গেছেন দিলীপবাবু। তিনি কোনো দেহরক্ষীর সাথে পুলিশের এমন আচরণ আগে কখনো দেখেননি বলে জানান।