একশো দিনের কাজে পরপর চার বছর প্রথম স্থানে বাংলা
করোনাকালীন লকডাউনেও এরাজ্যের নজরকাড়া পারফরম্যান্স
বিধানসভা নির্বাচনের আগে শাসক-বিরোধী গরমাগরম আবহাওয়ার মাঝেই রাজ্য সরকারের পক্ষে বেশ কিছুটা স্বস্তিদায়ক রিপোর্ট পেশ হল নবান্ন থেকে। এই নিয়ে পরপর চারবার একশো দিনের কাজে প্রথম স্থানাধিকারী পশ্চিমবঙ্গ। করোনাকালেও রাজ্যে দুরন্ত কাজের অগ্রগতির খতিয়ান দেখিয়ে রিপোর্ট পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৩৬ কোটি কর্মদিবস তৈরির পাশাপাশি ১.১ কোটি মানুষ কাজ পেয়েছেন এই একশো দিনের কাজে যার মধ্যে 'দুয়ারে সরকার' ও 'পাড়ায় সমাধান' অন্যতম উল্লেখযোগ্য।
কেন্দ্রীয় সরকারের গান্ধী গ্রামীণ জাতীয় কর্মনিশ্চয়তা প্রকল্প যা ১০০ দিনের কাজ নামেই বেশি পরিচিত, তার অধীনে প্রধানত রাস্তা তৈরি, জলাধার নির্মাণ, পুকুর কাটা ইত্যাদি নানা কাজ পঞ্চায়েত স্তরে হয়ে থাকে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী এদিন জানান লকডাউনের সময় ঘরে ফেরা ৬,৪৬,২৯৯ জন পরিযায়ী শ্রমিকের কাজের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। ৩,৮১,৬০৪ জন পরিযায়ী শ্রমিক পেয়েছেন নতুন জব কার্ড। মুখ্যমন্ত্রীর পেশ করা রিপোর্ট অনুযায়ী দেশের সব রাজ্যের মধ্যে "পশ্চিমবঙ্গই নাম্বার ওয়ান।"