সংসার চালাতে ভাঁড়ারে টান ধনখড়ের, নবান্নের কাছে সাহায্যের আবেদন
বাড়তি টাকা দিতে পারবে না সরকার- জানিয়ে দিলেন স্বরাষ্ট্রসচিব
করোনা পরিস্থিতিতে বাকি ৫০টি দপ্তরের মতো রাজভবন খাতে বরাদ্দ টাকার ৫০% কমিয়ে দিয়েছিল রাজ্য সরকার। আর তার ফলেই ভাঁড়ারে টান রাজভবনের। "হাউজহোল্ড" খাতে আরও ৫৩ লক্ষ টাকা দাবী চাইছে রাজভবন। কিন্তু রাজ্য সরকার এই করোনাকালে কোনও খাতেই বাড়তি বরাদ্দ করতে সক্ষম নয় বলে স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা যাচ্ছে এই মুহূর্তে কোনোভাবেই রাজভবন খাতে বাড়তি বরাদ্দ করার সামর্থ্য নেই সরকারের।
এমনিতেই রাজ্য সরকারের সাথে তাঁর বিরোধ বরাবরের। আর রাজ্য সরকারের এই 'রিজেক্ট করে দেওয়া' উত্তরে যথেষ্ট ক্ষুব্ধ রাজ্যপাল জগদীপ ধনখড়। বললেন, "রাজ্য বারবার রাজভবনকে নিষ্ক্রিয় করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। কর্মী সংখ্যা কমিয়ে দিয়েছে। এখন এটা নতুন সংযোজন। আমি কোনোভাবেই রাজভবনের সম্মান ক্ষুন্ন হতে দেবো না। এই সমস্যা সমাধানের জন্য যথাস্থানে আলোচনা করবো।"