HS Result 2022: ৪৯৮ পেয়ে প্রথম দিনহাটার অদিশা দেবশর্মা, দ্বিতীয় পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ
প্রথম দশে ২৭২ জন, জেলার ফলাফলে জয়জয়কার
মাত্র ৪৪ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ২০ হাজার ৮৬২ জন। তার মধ্যে পাশ করেছেন ৬ লক্ষ ৩৬ হাজার ৮৬২ জন। পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ১০ দিন পর অর্থাৎ আগামী ২০ জুন থেকে মিলবে মার্কসিট।
এবারের উচ্চ মাধ্যমিকে ছেলেদের তুলনায় ৬৫,৪৮৬ জন বেশি মেয়েরা পরীক্ষা দিয়েছিলেন। ছেলেদের পাশের হার ৯০.১৯ শতাংশ। আর মেয়েদের পাশের হার ৮৬.৯৮ শতাংশ। ৯০ শতাংশের বেশি পাশের হার সাত জেলায়। সেই তালিকায় আছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগণা, পুরুলিয়া, বাঁকুড়া এবং কালিম্পং।
প্রথম দশে ২৭২ জন। তার মধ্যে ছেলে ১৪৪ জন, মেয়ে ১২৮ জন। প্রথম হয়েছে, অদিশা দেবশর্মা। কোচবিহারের দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুলের ছাত্রী। তার প্রাপ্ত নম্বর ৪৯৮, ৯৯.৬ শতাংশ।
একে নজরে প্রথম দশে স্থানাধিকারীদের তালিকা :
● প্রথম : অদিশা দেবশর্মা। কোচবিহারের দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুল ছাত্রী। প্রাপ্ত নম্বর ৪৯৮, ৯৯.৬ শতাংশ।
● দ্বিতীয় : সায়নদীপ সামন্ত। পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী বিদ্যায়তনের ছাত্র। প্রাপ্ত নম্বর ৪৯৭।
● তৃতীয় : ৪ জন। রোহিত সেন, সোহন দাস, অভীক দাস এবং পরিচয় পারি। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৬।
● চতুর্থ : চতুর্থ হয়েছে ৮ জন, প্রাপ্ত নম্বর ৪৯৫।
● পঞ্চম : ১১ জন। প্রাপ্ত নম্বর ৪৯৪।
● ষষ্ঠ : ৩২ জন। প্রাপ্ত নম্বর ৪৯৩।
● সপ্তম : ৩৭ জন।
● অষ্টম : ৫৫ জন।
● নবম : ৫৪ জন।
● দশম : ৬৯ জন।
আগামী বছর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা ১৪ মার্চ। শেষ হবে ২৭ মার্চ। পূর্ণাঙ্গ সিলেবাসেই পরীক্ষা। আগের মতো 'হোম সেন্টার' নয়, পরীক্ষা হবে বাইরের স্কুলে।