নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠনপাঠন শুরুর বিষয়ে আগ্রহ প্রকাশ করল রাজ্য সরকার
রাজ্য শিক্ষা দফতরের তরফে মুখ্য সচিবকে স্কুল খোলার প্রস্তাব জানিয়ে চিঠি পাঠানো হয়েছে এবং সেই প্রস্তাব তৎপরতার সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিশেষজ্ঞ কমিটি
নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠনপাঠন শুরুর বিষয়ে বিশেষভাবে উদ্যোগী হল পশ্চিমবঙ্গের (West Bengal) রাজ্য শিক্ষা দফতর। এবিষয়ে গতকাল মুখ্যসচিবকে (Chief Secretary) চিঠির মাধ্যমে তাদের প্রস্তাব জানিয়েছেন তারা। প্রাথমিক স্তরে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠনপাঠন শুরুর প্রস্তাব দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্য শিক্ষা দফতরের এই পরিকল্পনা নিয়ে আলোচনায় বসতে চলেছে বিশেষজ্ঞ কমিটি। পাশাপাশি, ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের বিষয় নিয়ে স্বাস্থ্য দফতরের সঙ্গে আলোচনা করা হবে এবং তাদের মতামতের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সংশ্লিষ্ট দফতরগুলির সঙ্গে আলাপ আলোচনা শুরু করেছে সরকার।
করোনা ভাইরাস (Corona Virus) এর সংক্রমণের জন্য প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে স্কুল (School), কলেজ (College) এবং বিশ্ববিদ্যালয়গুলি (University) বন্ধ। কিছুদিন আগে করোনা সংক্রমণের হার একটু কমায় রাজ্যে দশম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিদ্যালয়ে পঠনপাঠন শুরু হয়েছিল। কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতেও পড়াশুনো শুরু করা হয়েছিল। কিন্তু গত বছর নভেম্বরের শেষ দিকে করোনার বাড়বাড়ন্ত নজরে আসে এবং ফের শিক্ষা প্রতিষ্ঠানগুলির তালা বন্ধ করতে বাধ্য হয় রাজ্য সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী সোমবার থেকেই মহারাষ্ট্র (Maharashtra) এবং মুম্বইয়ে (Mumbai) সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলি খুলে দেওয়া হচ্ছে। এ রাজ্যেও শিক্ষা প্রতিষ্ঠান খোলার সপক্ষে আবেদন জানিয়েছেন অভিভাবক-সহ নানা বুদ্ধিজীবী মহল। বেশ কিছুদিন আগে #openschoolcollegeuniversities ট্রেন্ডিং (Trending) হয়েছিল সামাজিক মাধ্যমে (Social Media)। এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) বলেন, "শিক্ষা প্রতিষ্ঠানে পঠনপাঠন শুরু করতে আমরা আগ্রহী। রাজ্যের করোনা পরিস্থিতি প্রতিদিন পর্যালোচনা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা এবং তাঁর নির্দেশ অনুযায়ী উপযুক্ত সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’’