রাজ্যে কমছে করোনা সংক্রমণ, এখনই আনন্দের কিছু নেই! সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
একদিনে রাজ্যে করোনার বলি ২৬
রাজ্যে (West Bengal) কমছে করোনা সংক্রমণ (Coronavirus)। গত ২৪ ঘণ্টায় বেশ কিছুটা কমল সংক্রমণ। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনাক্রান্ত হয়েছেন ৮১৭ জন। একদিনে রাজ্যে করোনার বলি ২৬ জন। সুস্থতার হার ৯৮.২২ শতাংশ। আক্রান্তদের মধ্যে ১৩৫ জন কলকাতার (Kolkata) বাসিন্দা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। সেখানে আক্রান্তের সংখ্যা ১৩২ ।
দৈনিক সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে জলপাইগুড়ি। আক্রান্তের সংখ্যা ৪০ । চতুর্থ স্থানে হুগলি। সেখানে একদিনে সংক্রমিত ৩৯ জন।রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০,০৮, ৯৫০। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০, ৯৩৮ জন। রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯, ৭৩, ২০৭ ।
পরিস্থিতি মোকাবিলায় তৈরি রাজ্য সরকার। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০। তবে রাজ্যে কিংবা দেশে, সংক্রমণ কমলেও এখনই আনন্দের কোনও কারণ নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, "যে কোনও মুহূর্তে ফের করোনা সংক্রমণ বাড়তে পারে। নতুন করে রূপ বদলে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে এই ভাইরাস।"
উল্লেখ্য, বর্তমানে দেশের ২০০টি জেলায় দৈনিক করোনা সংক্রমণ ১০ শতাংশেরও কম। ৪০টি ক্ষেত্রে সংক্রমণ কিছুটা হলেও বেড়েছে। কাজেই সামগ্রিক ভাবে ছবিটা আশাপ্রদ।