আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল বাংলা! রোমে বিশ্ব শান্তি সম্মেলনে ডাক পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
রোমের সংগঠন Community of Sant'Egidio বাংলার মুখ্যমন্ত্রীকে সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে
ফের আন্তর্জাতিক মঞ্চে ডাক পেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সম্প্রতি বিশ্ব শান্তি বৈঠকে উপস্থিত থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছে রোমের সংগঠন Community of Sant'Egidio। আগামী ৬ ও ৭ অক্টোবরে রোমে হাজির থাকতে পারেন তিনি। ইতিমধ্যেই আমন্ত্রণপত্র এসে পৌঁছেছে মুখ্যমন্ত্রীর কাছে। সাথে ওই সংগঠনের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে মুখ্যমন্ত্রীর সামাজিক ক্ষেত্রে অবদান সম্পর্কে প্রশংসা করা হয়েছে এবং লেখা রয়েছে, "গত ১০ বছর ধরে দেশের উন্নয়ন, সামাজিক ন্যায় এবং শান্তি বজায় রাখার ক্ষেত্রে আপনার অবদান অসামান্য। সমাজে পিছিয়ে পড়া এবং দুর্বলতম অংশের জন্য আপনার কাজ আমাদের সংগঠনের নজরে এসেছে। হৃদয় ছুঁয়ে গেছে আমাদের।"
রোমের সংগঠন Community of Sant'Egidio বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার কাজ করে। তাই তারা চলতি বছরের অক্টোবর মাসে শান্তির বার্তা ছড়িয়ে দিতে সমস্ত ধর্মগুরুদের আমন্ত্রণ জানিয়েছে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন পোপ ফ্রান্সিস, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, মিশরের ইমাম আহমেদ আল তায়িবও প্রমুখরা। তাঁদের সাথেই মঞ্চ ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠির মাধ্যমে একুশের বাংলা বিধানসভা নির্বাচনে মমতার জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছে ওই রোমান সংগঠন। প্রসঙ্গত উল্লেখ্য, এরআগে মাদার টেরেসাকে সন্ত ঘোষণার দিন ভ্যাটিকান সিটিতে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে কন্যাশ্রী প্রকল্পের জন্য পুরস্কৃত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের শান্তি বজায় এবং জনদরদী কাজের জন্য আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পেলেন বাংলার মেয়ে।