মুখ্যমন্ত্রী স্বীকার করলেন রাজ্যে করোনার গোষ্ঠী সংক্রমণ মারাত্মক চেহারা নিয়েছে
এর পরেও আনলক–ফাইভে সব কিছুতে ছাড় দেওয়া বিপজ্জনক হবে না তো?
রাজ্যে করোনা সংক্রমিত ২ লক্ষ ৬০ হাজার জন৷ মারা গেছেন ৫ হাজারেরও বেশি৷ নবান্নের কর্তারা আগেই মেনে নিয়েছিলেন, রাজ্যে করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে৷ মুখ্যমন্ত্রী স্বীকার করেননি৷ বলেছিলেন, টেস্টিং, ট্র্যাকিং ও ট্রেসিংয়ের মাধ্যমে সেপ্ঢেম্বরের শেষে সংক্রমণ নিয়ন্ত্রণে চলে আসবে৷ কিন্তু ৩ অক্টোবর তিনি নিজেই মেনে নিলেন গোষ্ঠী সংক্রমণের কথা৷
আরও পড়ুন
এদিন হাথরাস কাণ্ডের প্রতিবাদে গান্ধীমূর্তির পাদদেশের সভায় করোনা প্রসঙ্গে তিনি বলেন, দলের অনেকেই আক্রান্ত৷ বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে৷ কোথা থেকে কার কখন সংক্রমণ হচ্ছে বোঝা যাচ্ছে না৷ এ হল গোষ্ঠী সংক্রমণের লক্ষণ৷
ইতিমধ্যে চালু হয়ে গেছে মেট্রো রেল৷ আনলক–ফাইভে সিনেমা হলগুলিও খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে৷ সংক্রমণের ভয়ঙ্কর চেহারা এতে আরও মারাত্মক হয়ে উঠবে না তো? প্রশ্ণ রাজ্যবাসীর৷