মে মাসে দিদি বিসর্জন; কোনো ভদ্রলোক আর তৃণমূল করবে না: দিলীপ ঘোষ

news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/11/2020   শেষ আপডেট: 05/11/2020 3:59 a.m.
 Dilip Ghosh BJP West Bengal
twitter @DilipGhoshBJP

পশ্চিম মেদিনীপুরের জনসভাতে বিস্ফোরক বিজেপির রাজ্য সভাপতি

পশ্চিম মেদিনীপুর জুড়ে ঘুরে ঘুরে সভা করছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার তেমনই সভামঞ্চ থেকে তৃণমূল পার্টি এবং তার নেতাদের তুলোধোনা করলেন তিনি। বললেন, “তৃণমূল গুণ্ডা, মাফিয়া, পকেটমারদের দল। আগে যারা ভাঙ্গা সাইকেল নিয়ে ঘুরতে, তৃণমূল করে তারাই বাইক গাড়ি চালায়। কোনো ভদ্রলোক আর তৃণমূল করবে না। ২০২১ সালের মে মাসেই দিদির বিসর্জন হবে। নবান্ন থেকে বেরিয়ে সোজা গঙ্গায় যাবেন তিনি।” বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের ব্যাপারে একদম নিশ্চিত দিলীপ বাবু। বললেন, “লোকসভা ভোটে ৪২ এ ৪২ জিতে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিলো। শেষ হয়ে গেছে। ২১-এর পর মুখ্যমন্ত্রী পদটাও আর থাকবে না।”