জারি সতর্কতা! অতিভারী বৃষ্টি এই পাঁচ জেলায়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/06/2024   শেষ আপডেট: 25/06/2024 4:19 p.m.
বৃষ্টি https://pixabay.com/

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা। বরং ঘাটতি বৃষ্টির। আবহাওয়ার খামখেয়ালিতে দুই এক পশলা বৃষ্টি হলেও নেই মাঝারি কিংবা প্রবল বর্ষণের। অন্যদিকে, বুধবার আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এও সম্ভাবনা ভারী বৃষ্টির। জারি সতর্কতা।

অন্যদিকে বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।