মধ্যশিক্ষা পর্ষদের নিয়মানুযায়ী বছর নষ্ট হতে পারে বহু মাধ্যমিক পরীক্ষার্থীর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/10/2020   শেষ আপডেট: 18/10/2020 6:03 p.m.
-

২০০৭-এর ৩১ অক্টোবরের পরে জন্মালে বসা যাবেনা মাধ্যমিক ২০২১-এ

করোনা-র ডামাডোলের মধ্যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নতুন নিয়মাবলী কার্যত আরও উদ্বেগ বাড়ালো ২০২১-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে। এই নিয়ম অনুসারে, যারা ২০০৭ সালের ৩১ অক্টোবর অথবা তার আগে জন্মেছেন, অর্থাৎ ২০২০ সালের ৩১ অক্টোবর যাদের ১৩ বছর পূর্ণ হয়ে যাচ্ছে, কেবল তারাই মাধ্যমিক ২০২১- এর রেজিস্ট্রেশন ফর্ম পূর্ণ করতে পারবেন।

এর ফলে বহু পরীক্ষার্থী, যারা ২০০৭-এর ৩১ অক্টোবরের আগে জন্ম গ্রহণ করেছিলেন, তাদের এক বছর নষ্ট হতে পারে। লক ডাউনের কারণে অনলাইন ক্লাস, সিলেবাস শেষ না হওয়া, বহু জায়গায় ক্লাস করানো অসম্ভব থাকায় অভিভাবক দের ক্ষোভ তো ছিলই, এবার পর্ষদের এই নতুন নিয়ম যে বহু ছাত্রছাত্রীর উদ্বেগ আরও বাড়ালো তাতে সন্দেহ নেই।