খাওয়া দাওয়া ছেড়ে আমরণ অনশনে টেট পাশ চাকরিপ্রার্থীরা, উত্তাল সল্টলেক
চাকরির নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা
২০১৪ সালের টেট (TET Pass) চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল করুণাময়ী (Saltlake, Karunamoyee)। প্রাইমারি শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) অফিসের সামনে এখনও জারি কয়েক হাজার চাকরিপ্রার্থীদের অবস্থান-বিক্ষোভ। আমরণ অনশনে বসেছেন টেট পাশ চাকরিপ্রার্থীরা। আন্দোলনকারীদের দাবি, চাকরির নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।
আরও পড়ুন
প্রসঙ্গত, আন্দোলনকারীদে দাবি, তাঁরা ২০১৪-র TET পাশ করেছেন। ইন্টারভিউতেও ডাক পেয়েছেন। এমনকী প্যানেলেও নাম ছিল। তারপরও তাঁদের চাকরি মেলেনি। এদিকে টেট নিয়ে চলতি বছর নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, তাঁদের নিয়োগ না করেই নতুন করে পরীক্ষা নেওয়া হচ্ছে কেন? নতুন প্রার্থীদের নিয়োগ করা হলে তাঁদের কী হবে?
তাঁদের দাবি, নয়া নিয়োগ প্রক্রিয়ায় তাঁরা অংশ নেবেন না। বরং সরাসরি নিয়োগ চাইছেন তাঁরা।