এবার খোলা মঞ্চের অনুষ্ঠানগুলিতেও দর্শকসংখ্যার ওপর বিধিনিষেধ তুলে নিতে চলেছে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/11/2020   শেষ আপডেট: 22/11/2020 10:03 p.m.

শিল্পী–সংস্কৃতিকর্মীদের জীবিকা অর্জনে সাহায্যের হাত বাড়াচ্ছে রাজ্য সরকার

করোনা বিপর্যয়ে চরম দুর্দশায় পড়েছিলেন রাজ্যের শিল্পী– সংস্কৃতিকর্মীরা। তাঁদের জীবিকা নির্বাহ যাতে সহজ হয়, এবার তা দেখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ শনিবার রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, খোলা মঞ্চের অনুষ্ঠানগুলিতে দর্শকসংখ্যার ওপর বিধিনিষেধ তুলে নিতে চলেছে রাজ্য সরকার৷ তবে উপস্থিত দর্শকদের অবশ্যই কোভিড–১৯ সংক্রান্ত অন্যান্য নিয়ম–কানুন মানতে হবে৷

এদিন তিনি বলেন, করোনা বিপর্যয়ে রাজ্যের লক্ষ লক্ষ শিল্পী– সংস্কৃতিকর্মীর্ জীবনে সংকট নেমে এসেছে৷ সরকার তাঁদের দুর্দশার প্রতি সহানুভূতিশীল৷ গত মাসে সিনেমা ও থিয়েটার হলগুলি খুলে দেওয়া হলেও সেগুলিতে কতজন একত্রিত হতে পারবেন, তাতে নিষেধাজ্ঞা রয়েছে৷ কিন্তু খোলা মঞ্চের অনুষ্ঠানে এই ধরনের বিধিনিষেধ নেই৷ তাঁরা চান, যাত্রা, নাটক, সঙ্গীত বা কবিতা আবৃত্তির সঙ্গে যুক্ত শিল্পীরা এই পরিস্থিতিকে কাজে লাগান৷ তিনি জানান, এই উদ্দেশ্যে কলকাতার পুলিশ কমিশনার, ডিজি, জেলাশাসক ও এসপি–দের বলা হয়েছে, তাঁরা যেন কোভিড–১৯ সংক্রান্ত নিরাপত্তাবিধি পালন করে খোলা মঞ্চে অনুষ্ঠানের অনুমতি দেন শিল্পীদের৷