কল্পতরু সরকার! সরকারি কর্মীদের ডিএ, ছাত্রছাত্রীদের ট্যাব!
৩% বাড়বে ডিএ, ৯.৫ লক্ষ ছাত্রছাত্রীকে বিনামূল্যে ট্যাব
বিধানসভা নির্বাচনের আগে নতুন বছরেই কল্পতরু রাজ্য সরকার। সরকারি কর্মচারীদের মহার্ঘ্যভাতা বৃদ্ধির সিদ্ধান্ত, সঙ্গে রাজ্যের প্রায় সাড়ে নয় লক্ষ ছাত্রছাত্রীকে অনলাইন পড়াশোনায় সাহায্য করার জন্য বিনামূল্যে ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার।
আজ নবান্নে রাজ্য একটি আলোচনাসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সরকারি কর্মচারীদের কাজে সন্তুষ্ট রাজ্য সরকার। তাই তাঁদের কথা মাথায় রেখে এই করোনা অতিমারীর মধ্যেও সরকার ৩% ডিএ দেবে। মুখ্যমন্ত্রীর কথায়, "আমরা পে কমিশন করে দিয়েছি। প্রতি বছর জানুয়ারিতে আমরা একটি ডিএ দি। এবার জানুয়ারিতেও আপনারা ৩% ডিএ পাবেন"। অন্যদিকে তিনি আরও বলেন, রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে সরকারি ও সরকার পোষিত প্রায় ১৪ হাজার উচ্চমাধ্যমিক স্কুল এবং ৬৩৬ টি মাদ্রাসা রয়েছে। এগুলির সাড়ে নয় লক্ষ ছাত্রছাত্রীকে বিনামূল্যে ট্যাব দেওয়া হবে। প্রতিটি মাধ্যমিক স্কুলকেও ১ টি করে ট্যাব দেওয়া হবে সরকারের তরফে।
মহামারীর বিপদ, নিত্যপ্রয়োজনীয় জিনিষের অগ্নিমূল্য, তারওপর অনলাইনে ক্লাসের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বহু ছাত্রছাত্রী - এসবের মধ্যে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বভাবতই খুশির হাওয়া রাজ্য সরকারি কর্মচারী ও ছাত্রছাত্রীদের মধ্যে।