পড়াশোনার পাশাপাশি চলবে খেলাধুলাও : ট্যাবের পর এবার স্কুলে স্কুলে ফুটবল বিতরণে আগ্রহী রাজ্য

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 31/01/2021   শেষ আপডেট: 31/01/2021 12:17 p.m.
~pixabay

সংশোধনাগারের সদস্যদের তৈরি ফুটবল পৌঁছে যাবে পড়ুয়াদের কাছে

বিধানসভা নির্বাচনের আগে আবার নতুন চমক রাজ্য সরকারের। ইতিমধ্যেই উচ্চমাধ্যমিকের স্কুলপড়ুয়াদের অনলাইন পড়ালেখার যাতে কোনো ব্যাঘাত না ঘটে, তাই ট্যাব কেনার জন্য ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে পাঠানো হয়েছে। এছাড়াও বর্তমানে সরকারি সহায়তায় পড়ুয়ারা সাইকেল, পোশাক, জুতো ও পঠনপাঠনের জন্য বই-খাতা পায়। করোনাকালে স্কুলে গিয়ে পঠনপাঠন বন্ধ থাকলেও তাদের কাছে পৌঁছে গেছে মিড-ডে মিলের খাদ্যসামগ্রী। এবার পড়াশোনার পাশাপাশি খেলাধুলার দিকেও সচেতনতা বাড়াতে প্রতি স্কুলে ফুটবল বিতরণের কথা ভেবেছে রাজ্য সরকার।

সংশোধনাগারের বন্দি আসামীরা নানারকম সৃষ্টিশীল কাজে ব্যস্ত থাকেন। কিছুদিন আগেই এক লক্ষ ফুটবল তৈরি করেন তারা যার মধ্যে পঞ্চাশ হাজার ফুটবল ইতিমধ্যেই নানা ম্যাচে ব্যবহার করা হয়েছে। পড়ে আছে এখনো অনেক যেগুলি বিধায়কদের মারফৎ বিধানসভা কেন্দ্রে পাঠানোর প্রস্তাব এসেছিল যা নাকচ করেন মুখ্যমন্ত্রী। তার মতে প্রতিবছর সরকার থেকে ক্লাবগুলোকে খেলার সরঞ্জাম কেনার জন্য টাকা দেওয়া হয়। তাই এই ফুটবলগুলি স্কুলে স্কুলে বিতরণ করাই আদর্শ কাজ হবে। নির্বাচনের আগে নিত্যনতুন উদ্যোগ শাসক দলের জন্য কতটা ফলপ্রসূ হয়, এখন সেটাই দেখার।