ভোটের আগেই কল্পতরু রাজ্য সরকার, কমে গেল পেট্রোল-ডিজেলের দাম
সাধারণ মানুষের উপর বোঝা লাঘব করতে, আজ রাত থেকেই কমছে জ্বালানির দাম
ভোটের মুখে কল্পতরু রাজ্য সরকার। পেট্রোল-ডিজেলের উপর রাজ্যের চাপানো শুল্ক বেশ খানিকটা কমিয়ে দেওয়ার উদ্যোগ নিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mitra)। এতে কিছুটা হলেও কমবে মধ্যবিত্তের চিন্তার ভাঁজ। বলাবাহুল্য, কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে চাপে ফেলতে পেট্রোল ও ডিজেলের উপর থেকে রাজ্যের প্রাপ্য কর থেকে এক টাকা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন রাজ্য সরকার।
পাশাপাশি রবিবার এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়েছেন, "সাধারণ মানুষের উপর বোঝা লাঘব করতে আজ রাত থেকেই পেট্রোল এবং ডিজেলের উপর থেকে রাজ্যের চাপানো সেস ১ টাকা করে কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কেন্দ্রীয় সরকারের কোনও সিদ্ধান্তের সঙ্গে মানবিকতার কোনও যোগাযোগ নেই। কিন্তু আমাদের হাতে সে ভাবে টাকা নেই, তা সত্ত্বেও আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে পেট্রোল ও ডিজেলের প্রতি লিটারে এক টাকা করে কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন।’’
প্রসঙ্গত, গতকালই এ বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, “এটি অত্যন্ত উদ্বেগের বিষয়। এখন জ্বালানির দাম কমানো ছাড়া আর কোনও উত্তরই কাউকে সন্তুষ্ট করতে পারবে না। এই বিষয়ে কেন্দ্র ও রাজ্যগুলির একসঙ্গে আলোচনায় বসা উচিত, যাতে ক্রেতাদের জন্য তেলের দাম একটি ন্যায্য ও যুক্তিযুক্ত সীমার মধ্যে কমিয়ে আনা সম্ভব হয়।”