ভোট পরবর্তী হিংসা, এবার আক্রান্ত মিনাখাঁর বিধায়ী তৃণমূল বিধায়কের স্বামী
বিদায়ী তৃণমূল বিধায়কের স্বামীর গাড়ি ভাঙচুর, বোমাবাজির অভিযোগ
রাজ্যজুড়ে ভোট-পরবর্তী হিংসা অব্যাহত। এবার বিদায় তৃণমূল বিধায়কের স্বামীর গাড়ি লক্ষ্য করে বোমা চালানোর অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়। স্থানীয় সূত্রে খবর, আগামীকাল ভোট শেষ হলে মিনাখাঁ বিধানসভার পুরাতন কামারগাতী এলাকায় ভোট পরবর্তী হিংসা চলতে থাকে। ৭০ নম্বর বুথের তৃণমূল এজেন্ট আতিয়ার রহমানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে খবর। এমনকি ওই এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে। এলাকায় বোমাবাজি ও গুলির খবর পেয়ে সরেজমিনে খতিয়ে দেখতে যান বিদায়ী তৃণমূল বিধায়ক ঊষা রানী মন্ডলের স্বামী। তখন তাঁর গাড়ি লক্ষ্য করে বোমা ও গুলি চালানোর ঘটনা ঘটে বলে তিনি অভিযোগ করেছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
এই ঘটনায় বিদায়ী তৃণমূল বিধায়ক উষারাণী মণ্ডলের স্বামী তথা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মৃত্যুঞ্জয় মণ্ডল জানিয়েছেন, "৭০ নম্বর বুথের তৃণমূল এজেন্টের উপর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। খবর পেয়েই ওখানে যাই। ফেরার পথে আমার গাড়ির উপর হামলা চালানো হয়। আমাকে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা ছিল। আমার নিরাপত্তা রক্ষী আহত হয়েছে।" তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির দাবি এলাকায় তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এ ঘটনা ঘটেছে।