"রাজ্যে ভ্যাকসিন আসছে না", কেন্দ্রকে কটাক্ষ মমতার, একই সুর বিজয়ন-পট্টনায়েকের
কেন্দ্র সরকার ডিসেম্বরের মধ্যে টিকাকরন প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছে
দেশজুড়ে দ্বিতীয় ঢেউ করোনা (Corona) সংক্রমনের মাঝেই চলছে টিকাকরন প্রক্রিয়া। কারণ এই মুহূর্তে টিকাকরণ ছাড়া করোনা থেকে রক্ষা পাওয়ার বিকল্প কোন পথ নেই। কেন্দ্র সরকার ডিসেম্বরের মধ্যে গোটা দেশবাসীর করোনা টিকাকরণ (Vaccination) সম্পন্ন হবে বলে দাবি করেছেন। তবে এর মধ্যেই দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে টিকার ঘাটতির খবর বারংবার শিরোনামে আসছে। এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) আজ বুধবার সাংবাদিক সম্মেলনে বলেছেন, "কেন্দ্র মুখে বলছে যে ডিসেম্বরের মধ্যে ভ্যাকসিন দেওয়া শেষ করবে। কিন্তু রাজ্যগুলিকে তো ভ্যাকসিন দিচ্ছে না। তবে টিকাকরণ হবে?" মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও কেন্দ্রের টিকাবন্টন নীতি নিয়ে সরব হয়েছেন কেরল (Kerala) এবং উড়িষ্যার (Odisha) মুখ্যমন্ত্রী।
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন গত মঙ্গলবার কেন্দ্রের ভ্যাকসিন বন্টন নীতি নিয়ে সব অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীকে একজোট হওয়ার আবেদন জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন। এরপর আজ অর্থাৎ বুধবার প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তাঁদের সকলের বক্তব্য একটাই যে কোন রাজ্য ততক্ষণ সুরক্ষিত বোধ করবে না যতক্ষণ টিকাকরণ সম্পন্ন হচ্ছে। রাজ্যের মানুষ তৃতীয় ধাক্কার ভয়ে জীবন যাপন করছে। তাঁদের দ্রুত টিকাকরণের ব্যবস্থা করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ই আজ নবীন পট্টনায়েক ও পিনারাই বিজয়নের চিঠির কথা স্বীকার করে বলেছেন, "কেরলও কেন্দ্রের থেকে বিনামূল্যে ভ্যাকসিন চাইছে। সকলেই কেন্দ্রের নীতি নিয়ে উদ্বেগে হয়েছে।"