ডিসেম্বরে কলকাতা ও হাওড়ার পুরভোট নিয়ে ফের অনিশ্চয়তা, উদ্বেগ রাজ্যে
বিজেপির দায়ের করা দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট
আজও জট কাটল না হাওড়া ও কলকাতা পুরসভার (Municipal Election) ভোটকে কেন্দ্র করে। সঙ্গে বিজেপির (BJP) দায়ের করা দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta HC)। পরবর্তী শুনানি আগামী সোমবার। কাজেই, ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়ার পুরভোট নিয়ে ফের অনিশ্চয়তা।
কারণ, নিয়ম অনুযায়ী বিজ্ঞপ্তি জারির ২৪ থেকে ৪২ দিনের মধ্যে ভোট করাতে হয়। তবে আদালতে আইনজীবীদের স্পষ্ট বক্তব্য, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিজ্ঞপ্তি জারিতে রাজি নন তাঁরা।
আরও পড়ুন
তবে মামলার শুনানি এভাবে পিছতে থাকলে, মামলা চলাকালীনও রাজ্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করতেই পারে। যদিও বিজেপির আইনজীবীরা আবেদন করেন, এটি গুরুত্বপূর্ণ মামলা, এর উপর নির্ভর করছে পুরভোটের ভবিষ্যৎ। তাই মামলার দ্রুত শুনানি হোক। তবে আজ সেই অনুরোধে বিন্দুমাত্র কর্ণপাত করতে রাজি ছিল না হাইকোর্ট।