তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ অনুব্রত মণ্ডলের সভাতেই!
ভোটের মুখে গোষ্ঠী সংঘর্ষ ভাবাচ্ছে তৃণমূল শিবিরকে
বীরভূমের সাঁইথিয়া ব্লকে দলীয় সভায় উপস্থিত ছিলেন খোদ অনুব্রত মণ্ডল। দলের সম্প্রীতি এবং ভাবমূর্তি প্রচারের স্বার্থে ফেসবুক লাইভ হচ্ছিল সেই সভা। সেখানেই ১৪৪ নম্বর বুথ সভাপতি শান্ত মণ্ডল ক্ষোভে ফেটে পড়েন ব্লক সভাপতি সাবের আলি মণ্ডলের বিরুদ্ধে। অভিযোগ করেন সাবেরের জন্যই লোকসভা নির্বাচনে খারাপ ফল হয়েছে তৃণমূলের। এই নেতার এই রূপ দেখে অনুব্রত তাঁকে থামতে বলেন। বলেন "এখানে মিডিয়া আছে। এখানে এসব বললে দলের ভাবমূর্তি নষ্ট হবে।"
আর এই কথার সূত্র ধরেই শান্ত মণ্ডলের উপর চড়াও হন সাবের মণ্ডল অনুগামীরা। শান্ত মণ্ডলকে মেরে ঘাড় ধাক্কা দিয়ে সভাস্থল থেকে বের করে দেওয়া হয়। আর সাবের অনুগামীদের উপর আক্রমণ করে শান্ত মণ্ডল অনুগামীরা। শুরু হয় হাতাহাতি। আর সবটাই হলো অনুব্রত মণ্ডলের সামনে!
দলের সম্প্রীতি, ভাবমূর্তি প্রচার করতে গিয়ে দ্বন্দ প্রচার করে মুখ পুড়লো তৃণমূলের।