মঙ্গলকোটে খুন তৃণমূল বুথ সভাপতি— সৌমিত্র খাঁ-র উস্কানির জের?
সোমবারই ওখানে সভা করেন সৌমিত্র— মঙ্গলবার এই খুনের ঘটনা
পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে তৃণমূলের বুথ সভাপতি সঞ্জিত ঘোষকে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। মঙ্গলবার মঙ্গলকোট থানার নিগন গ্রাম নিজের মোটরবাইকে দলীয় কার্যালয়ে ফিরছিলেন সঞ্জিত। সাথে ছিলেন তৃণমূলের মঙ্গলকোট সংখ্যালঘু সেলের সভাপতি ইব্রাহিম শেখ। তাদের পথ আটকে বিপুল মারধর করে বিজেপি সমর্থকরা। গুরুতর আহত হন দুজনেই। সঞ্জিত ঘোষকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তারপর সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তাঁর।
এই ঘটনায় সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনেছে তৃণমূল। তৃণমূলের দাবি, সোমবার ওই এলাকায় সভা করেন বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। তিনি ওই সভায় যথেষ্ট উস্কানিমূলক কথা বলেন। তারই প্রতিক্রিয়ায় এই মারধর এবং খুনের ঘটনা। অন্যদিকে বিজেপি পুরো ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে উরিয়ে দিয়েছে।