চতুর্থ দফার শুরুতেই তৃণমূল বিজেপি বচসা
দিনহাটায় তৃণমূল এজেন্টের ভাইপোকে পণবন্দি, যাদবপুরে সিপিআইএম এজেন্টের চোখে লঙ্কার গুঁড়ো
চতুর্থ দফা নির্বাচনের শুরুতেই উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে আবারও সেই রাজনৈতিক হিংসার ছবি উঠে এল। কোথাও তৃণমূল এজেন্টের ভাইপোকে পণবন্দি, আবার কোথাও সিপিআইএম এজেন্টের চোখে লঙ্কার গুঁড়ো। সব মিলিয়ে চতুর্থ দফার শুরুতেই রাজনৈতিক হিংসার শিকার সব দল।
দিনহাটা বিধানসভার ভেটাগুড়িতে তৃণমূল কংগ্রেসের ভোটারদের ভয় দেখানোর অভিযোগ এসেছে বিজেপির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, বুথকেন্দ্রে তৃণমূল এজেন্টকে প্রিসাইডিং অফিসারের সামনে বসতে দেওয়া হচ্ছে না। বাধা না মানায় সেই এজেন্টের ভাইপোকে পণবন্দি করা হয় বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর সামনে বিজেপির লোকজন অবাধে এসব করছে। এরফলে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। দিনহাটা বিধানসভার তৃণমূল প্রার্থী উদয়ন গুহর হস্তক্ষেপে বুথে বসেন তৃণমূল এজেন্ট। ঘটনাস্থলে যায় কুইক রেসপন্স টিম। বুথের পরিবেশ থমথমে।
অন্যদিকে যাদবপুর বিধানসভায় অন্য চিত্র। সূত্রের খবর, গাঙ্গুলিবাগানের রায়পুরে এক সিপিএম এজেন্টের চোখে লঙ্কার গুঁড়ো মারার অভিযোগ এসেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি ভুয়ো ভোটার চিহ্নিতকরণের জন্য চোখে লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে। চতুর্থ দফায় কার্যত অভিযোগ পাল্টা অভিযোগ এনেছেন শাসক থেকে বিরোধী সমস্ত দল।