শুভেন্দুর রোড শো ফেরত বিজেপি কর্মীদের উপর হামলা তৃণমূলের— বিক্ষোভ, শাহকে ফোনে নালিশ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/01/2021   শেষ আপডেট: 04/01/2021 5:23 a.m.
তৃণমূল-বিজেপি

কাঁথির রাস্তায় বিক্ষোভ বিজেপির— অভিযোগ অস্বীকার করে কটাক্ষ তৃণমূল শিবিরের

রবিবার কাঁথির ঢোলামারি বাজার থেকে মুকুন্দপুর পর্যন্ত হওয়া শুভেন্দু অধিকারীর রোড শো ফেরত বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে কাঁথি-মেচেদা সড়ক অবরোধ করা হয়। আরও নানান জায়গায় রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় বিজেপি সমর্থকরা।

ভোট যত এগিয়ে আসছে রাজ্যে রাজনৈতিক সংঘর্ষের সংখ্যা বাড়ছে। সূত্রের খবর কাঁথিতে এই ঘটনায় খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে ফোন মারফৎ অভিযোগ জানিয়েছেন শুভেন্দু। ফলে এই নিয়ে রাজনৈতিক তরজা যে তুঙ্গে উঠবে তা বলার অপেক্ষা রাখেনা।

যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের পক্ষে এদিনের ঘটনাকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করা হচ্ছে। তাদের বক্তব্য, বিজেপির আদি এবং নব্যের মধ্যে বিরোধ থেকেই নিজেদের মধ্যে সংঘর্ষে মাতছে তারা। আর নিজেদের ভাবমূর্তি রক্ষা করতে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছে প্রতিনিয়ত।