অক্সফোর্ড ইউনিভার্সিটির ইউনিয়ন ডিবেটে আজ অংশ নিতে চলেছেন মমতা বন্দোপাধ্যায়
আজ বিকেল পাঁচটায় নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ডিবেটে অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী
- UPDATE: 2/12/2020 : অপ্রত্যাশিত সমস্যার কারণে শেষ মুহূর্তে স্থগিত অক্সফোর্ড ইউনিয়নে মমতার ভাষণ। তবে কী কারণে সেই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে, তা নিয়ে নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি।
আজ বুধবার দুপুর দুটো নাগাদ পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দফতরের তরফে টুইটারে জানানো হয়, "আজ বিকেলে অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটিতে (অক্সফোর্ড ইউনিয়নের বিতর্কসভা) ভাষণ দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু হঠাৎই শেষ মুহূর্তে আয়োজকরা সেই অনুষ্ঠান স্থগিত রাখার এবং নতুন সময়েসেই অনুষ্ঠান করার আর্জি জানান।"
দেশের প্রথম মহিলা নেত্রী হিসেবে অক্সফোর্ডের ইউনিয়ন ডিবেটে অংশগ্রহণ করতে চলেছেন পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এবছরের জুলাই মাসে ইউনিয়ন ডিবেটে অংশগ্রহণ করার জন্য অক্সফোর্ডের তরফ থেকে মমতা বন্দোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়। সেই আমন্ত্রণ রক্ষা করতেই বুধবার অর্থাৎ আজ নবান্ন থেকে বিকেল পাঁচটায় অনলাইন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই ডিবেটে যোগ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী। এই ডিবেটে বাংলার উন্নয়ন নিয়ে কথা বলবেন মুখ্যমন্ত্রী।
ইতিমধ্যে ছাত্রছাত্রীরা প্রায় ৬০০টি প্রশ্ন জমা দিয়েছে। এর মধ্যে থেকে নির্বাচিত কিছু প্রশ্ন মুখ্যমন্ত্রীকে করা হবে। নিঃসন্দেহে এটা রাজ্যের জন্য গর্বের একটি বিষয়। কারণ এর আগে এই ডিবেটে অংশ নিয়েছিলেন রোনাল্ড রেগান, জিমি কাটার, দলাই লামা, মাদার টেরিজা, মাইকেল জ্যাকসন, চার্চিল আইনস্টাইন প্রমুখ ব্যাক্তিত্বগণ।