আজ প্রথম দফা ভোটের প্রচারের শেষ দিন, নজরে কয়েকটি কেন্দ্র :
যেকোনো শক্তিই পিছু হটতে নারাজ। হেভি ওয়েট নেতা থেকে শুরু করে তারকার মেলায় জমজমাট বৃহস্পতিবারের ভোট-বাজার
পশ্চিমবঙ্গের ৮ দফা নির্বাচনের প্রথম দফার লড়াই দরজায় কড়া নাড়ছে। আগামী শনিবার প্রথম দফায় ৩০টি আসনে ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে ভোট প্রচারের শেষ দিন আজ বৃহস্পতিবার। বিকেল পাঁচটা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচার। তাই দুই প্রধান যুযুধান শক্তি তৃণমূল এবং বিজেপি সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। সারাদিন ২৯৪ আসনে নজর থাকলেও বাড়তি নজর থাকবে এই ৩০ আসনে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ চারটি সভায় থাকবেন বলে সূত্রের খবর। পশ্চিম মেদিনীপুরের দাঁতন, মেদিনীপুর সদরে দু'টি সভা রয়েছে। তাছাড়া দক্ষিণ ২৪ পরগণার পাথর প্রতিমা এবং সাগরে সমাবেশ করার কথা। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আজ বেশ কয়েকটি সভায় দেখা যাবে। তার মধ্যে নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে বিশেষ সভা রয়েছে।
অন্যদিকে বিজেপির আজকের প্রচারে তারকার ছড়াছড়ি। এই প্রথম সদ্য বিজেপিতে আসা মহাগুরু অভিনেতা মিঠুন চক্রবর্তীকে প্রচারে আনতে চলেছে বিজেপি। ছাতনা, শালতোড়া, ঝাড়গ্রাম ও রায়পুরে সভা ও রোড শোয়ের কথা বিজেপি সূত্রে জানা গেছে। প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার গৌতম গম্ভীর দাঁতন, সোনামুখী, চুঁচুড়াতে সভা করবেন। নির্বাচন আসতেই স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বারবার এ রাজ্যে এসেছেন। অমিত শাহর ৪টি সভা বাঘমুন্ডি, ঝাড়গ্রাম, মেচেদা এবং বিষ্ণুপুরে রয়েছে বলে সূত্রের খবর। তার পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ ৩টি সভা করবেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৩টি সভা করবেন। এর মধ্যে নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারীর সঙ্গে তেখালিতে একটি সভা করবেন। এই সভার দিকে যে বিশেষ নজর থাকবে তা রাজনৈতিক একাংশের মত।
ভোট-বাজারে বৃহস্পতিবার যে জমজমাট হতে চলেছে, তা রাজনৈতিক বিশ্লেষক একাংশের মত।