মমতা বন্দ্যোপাধ্যায়ের মেদিনীপুরের জনসভা ফেরার পথে মৃত্যু হল এক তৃণমূলকর্মীর, আহত ২০

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/12/2020   শেষ আপডেট: 07/12/2020 7:42 p.m.
-

মেদিনীপুর হাসপাতালে স্ট্রেচার না থাকায় আহতদের চিকিৎসা শুরু করতে দেরি হয়

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আজ মেদিনীপুরে নির্বাচনী জনসভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেই জনসভা থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্টে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ জন।

একটি পিকআপ ভ্যানে করে জনসভা থেকে কেশপুরের পানিহাটির দিকে রওনা দিয়েছিলেন সকলে। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে যায়। ঘটনাস্থলে মৃত্য হয় শেখ অবতাব আলি নামে ওই তৃনমূল কর্মীর। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। খবর পেয়ে ছুটে আসেন কেশপুরের বিধায়ক শিউলি সাহা, কেশপুরের তৃণমূলের ব্লক সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

তবে অভিযোগ যে, আহতদের হাসপাতালে নিয়ে গেলেও স্ট্রেচার না থাকায় সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করা যায়নি। উত্তেজনা ছড়ায় হাসপাতালে। শেষপর্যন্ত অন্য জায়গা থেকে স্ট্রেচার নিয়ে এসে আহতদের হাসপাতালের ভিতর নিয়ে যাওয়া হয়।