শুটআউটে খুন খড়্গপুরের এক তৃণমূল কর্মী ব্যবসায়ী, এলাকায় চাঞ্চল্য দিনভর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/01/2021   শেষ আপডেট: 02/01/2021 6:29 a.m.

বছরের প্রথম দিনে খড়্গপুরের এক ব্যবসায়ীকে কাছ থেকে গুলি করে খুন করা হল

বছরের প্রথম দিনেই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল খড়গপুর শহর। দিনেদুপুরে গুলি করে খুন করা হল এক ব্যবসায়ীকে। ঘটনাটি ঘটেছে খড়গপুর শহরের মালিরচর মথুরাকাটি এলাকার ৩৫ নম্বর ওয়ার্ডের বেবি রানী গ্রাউন্ড এর কাছে রেল কোয়ার্টারে। স্থানীয়রা হঠাৎই স্কুটির ওপর অর্জুন সোনকার নামক ওই ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেছে। এই ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা খড়গপুর টাউনে।

গুলিবিদ্ধ অবস্থায় অর্জুন সোনকার নামক ব্যবসায়ীকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তড়িঘড়ি তাকে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে তৎক্ষণাৎ মৃত বলে ঘোষণা করেছিল। এই শুটআউট কে বা কারা করেছে সেই নিয়ে এখন অব্দি কোন তথ্য পাওয়া যায়নি। ঘটনার তদন্তে নেমে পড়েছে খরগপুর টাউন পুলিশ। তদন্তে নেমে ঘটনাস্থল থেকে একটি বুলেটের খোল উদ্ধার করেছে পুলিশ। সন্দেহভাজন এক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও জানা যাচ্ছে ব্যক্তিগত কারণে বা ব্যবসায়িক লেনদেনের জেরে খুন হতে হয়েছে অর্জুনকে।

নিহত অর্জুনের বাবা জানিয়েছেন, "আমার ছেলে জমির ব্যবসা করে। সে আজকে দুপুর ৩ টে নাগাদ পুজো দিয়ে বাড়ি ফিরেছিল। তারপর কেউ একটা ফোন করায় সে বাড়ি থেকে বেরিয়ে যায়।" আর তাতেই হলো কাল। সন্ধ্যে ৬ ছটা নাগাদ খবর পাই দুর্ঘটনায় ছেলের মৃত্যু হয়েছে। হাসপাতালে দৌড়ে এসে দেখেন তার ছেলে মারা গিয়েছে।