তৃণমূলের 'শহীদ দিবস' এবার পালিত হবে দিল্লিতেও

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/07/2021   শেষ আপডেট: 14/07/2021 4:17 p.m.
facebook.com/BanglarGorboMamata

তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে এই কথা ঘোষণা করেছেন পার্থ চট্টোপাধ্যায়

চলতি বছরে একুশে বাংলা বিধানসভা নির্বাচনে (West Bengal assembly election) তৃণমূল কংগ্রেস (TMC) বিরাট ব্যবধানে প্রতিপক্ষ বিজেপিকে পরাজিত করে বাংলার শাসনভার নিজ কাঁধে তুলে নিয়েছে। এরমধ্যেই আগামী ২১ জুলাই প্রতি বছরের মতোই পালিত হবে তৃণমূলের শহীদ দিবস। তবে এবার শহীদ দিবস পালন শুধুমাত্র পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ থাকছে না। রাজধানী দিল্লিতেও (Delhi) পালিত হবে তৃণমূলের শহীদ দিবস। এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় বলেছেন, "করোনার কারণে এবার শহীদ দিবস ভার্চুয়ালি পালন করা হচ্ছে। তাই দেশের যেখানে যেখানে তৃণমূল কংগ্রেসের সদস্য সমর্থক রয়েছেন সেখানে তৃণমূল নেত্রীর ভাষণ শোনা যাবে। দিল্লির তৃণমূল দপ্তরেও একইভাবে পালিত হবে ২১ জুলাই। আসলে সেই সময় সংসদের বাদল অধিবেশন চলবে। ফলে লোকসভা ও রাজ্যসভার বেশ কয়েকজন তৃণমূল সাংসদ দিল্লিতেই থাকবেন। তাই দিল্লি তৃণমূল দপ্তরে বড় এলইডি স্ক্রিন লাগিয়ে সেখানে শহীদ দিবস পালনে শামিল হবে সাংসদেরা।"

গতকাল মঙ্গলবার তৃণমূলের তরফ থেকে টুইটার একটি ভিডিও পোস্ট করে যাতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানান, "করোনার কাঁটা এখনও দূর হয়নি। তাই সতর্ক থাকতে হবে। ভার্চুয়ালি প্রতিটি ব্লকে ২১ জুলাই পালিত হবে।" প্রসঙ্গত, গতবছর করোনা সংক্রমনের মাঝে ২১ জুলাই তৃণমূল শহীদ দিবস ভার্চুয়াল মাধ্যমে উদযাপন করা হয়েছিল। প্রত্যেকটি ব্লকে কোভিড বিধি মেনে এই দিবস পালন করা হয়েছিল। তৃণমূল সুপ্রিমো বক্তব্য রেখেছিলেন কালীঘাটের দলীয় কার্যালয় থেকে। চলতি বছরেও করোনার করাল ছায়া এখনো দূর হয়নি। এমনকি শীঘ্রই তৃতীয় ঢেউ আছড়ে পড়বে এমন আশঙ্কা সৃষ্টি হয়েছে। তাই এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ভার্চুয়াল সভা করে কোভিড সংক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। তবে চলতি বছর দিল্লিতেও শহীদ দিবস পালনের ঘোষণা রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে বেশ ইঙ্গিতপূর্ণ বলে মনে হয়েছে। তাদের মতে বৃহত্তর রাজনৈতিক লক্ষ্য পূরণের উদ্দেশ্যে এবার দিল্লিতেও তৃণমূলের শহীদ দিবস পালন হবে।