আসছে 'দিদিকে বলো ২.০', জোরকদমে প্রস্তুতি শুরু তৃণমূলের শীর্ষ নেতাদের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/04/2022   শেষ আপডেট: 17/04/2022 4:07 p.m.
facebook.com/MamataBanerjeeOfficial/

আগামী ৫ মে থেকে 'দিদিকে বলো ২.০' কর্মসূচি শুরু হবে

২০১৯ সালে রাস্তায় বড় বড় হোর্ডিং চোখে পড়ত, মনে পড়ে? গোটা গোটা অক্ষরে লেখা থাকত "দিদিকে বলো"। সঙ্গে মাননীয়ার ছবি এবং একটি নম্বর। সেই দিদিকে বলো কতটা সুফলপ্রদায়ী হয়েছিল সেবিষয়ে দ্বিমত থাকলেও চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল দীর্ঘদিন। আবার মমতার সরকার আনতে চলেছে দিদিকে বলো ২.০। আগামী ৫ মে থেকে এই কর্মসূচি শুরু হবে। আর সেই রুপায়নের নীলনকশা তৈরি করতে শনিবার দুপুরে ভবানীপু্রের প্রিয়নাথ মল্লিক রোডের দলীয় দফতরে বৈঠকে বসেছিলেন তৃণমূলের শীর্ষ নেতারা। উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস।

বৈঠকটিতে বিস্তারে কী আলোচনা হয়েছে তা নিয়ে মুখ খুলতে চাননি কোনো নেতাই। তবে এটুকু জানা গিয়েছে এই প্রকল্প তিনটি পর্যায়ে রুপায়িত হবে। এক‌ইসাথে ৫ মে-র দিনটিকে বেছে নেওয়ার কারণ এই দিনেই গতবছর তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর পথে বসেছিলেন মমতা। গত মাসের শেষে উত্তরবঙ্গ সফরে এই দিদিকে বলো নিয়ে কথা বলেছিলেন মমতা‌। তিনি বলেছিলেন, "আমি আগামী দু’মাস সময় নেব। তারপর যদি কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে, কারও বিরুদ্ধে খুনখারাপির অভিযোগ থাকে, অত্যাচারের অভিযোগ থাকে, আমি আর একটা সেট আপ তৈরি করব যেমনটা আমি করেছিলাম ‘দিদিকে বলো’-তে। এই নামটা আমি এখন বলছি না। আমরা ঠিক করে আপনাদের জানাব।"

পাশাপাশি কর্মসূচির আগাম আভাসও দিয়েছিলেন তিনি। মমতার কথায়, "একটা মিসড কল দেবেন। আপনার নাম করে বলবেন যে, আপনি কী চাইছেন বা কোথায় কী ঘটছে। সঙ্গে সঙ্গে আমি অ্যাকশন নেব। সে অফিসারই হোক, সে কোনো রাজনৈতিক দলই হোক, সে কোনও সাংবাদিকই হোক, সে কোনও বাইরের লোকই হোক।" প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটে আশানুরূপ ফল না করায় প্রশান্ত কিশোরকে ভোটকুশলী হিসেবে নিযুক্ত করেছিলেন মমতা। ভোটব্যাঙ্ক বাড়াতে তার প্রথম পদক্ষেপ ছিল দিদিকে বলো প্রকল্প। সেসময় তাঁর সংস্থা আইপ্যাক গোটা বিষয়টি পরিচালনা করেছিল। তবে দিদিকে বলো ২ য়ের ক্ষেত্রে পরামর্শদাতা হিসেবে প্রশান্ত কিশোর থাকলেও এবার তৃণমূলের নেতারাই থাকবে সমগ্র প্রক্রিয়াটি পরিচালনের দায়িত্বে।