মারধর করা হলো পুলিশকর্মীদের- তৃণমূল ছাত্র পরিষদের নেতা অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/10/2020   শেষ আপডেট: 28/10/2020 5:29 a.m.
ফাইল চিত্র

অভিযুক্তকে ছাড়াতে থানা ঘেরাও- পুলিশের লাঠিচার্জ

রাজ্যে ফের শাসকদলের হাতে আক্রান্ত পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানা এলাকায়। দশমীর রাতে এলাকার রাস্তায় বেপরোয়া বাইক চালাচ্ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা বিমান ঝাঁ। চাঁচল থানা এলাকায় পুলিশের নাকা অমান্য করে পেরোতে গেলে তাঁকে বাধা দেন কর্তব্যরত পুলিশকর্মীরা। বাধা পেয়ে ২ সিভিক ভলেন্টিয়ার ও ১ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে মারধর করেন বিমান। ঘটনাস্থলেই তাঁকে গ্রেফতার করে চাঁচল থানার পুলিশ।

বিমান ঝাঁ-র গ্রেফতারি খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই চাঁচল থানার সামনে ভিড় করে তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকরা। বিমানকে থানা থেকে বের করে আদালতের উদ্দেশ্যে নিয়ে যেতে গেলে পুলিশকে বাধা দেয় তারা। বিমানকে একপ্রকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তাঁর অনুগামীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে পুলিশ।