এবার তোপ দাগলেন সিদ্দিকুল্লা
বীরভূমে বিরোধ থামার লক্ষণ নেই
বীরভূম বার বারই শাসক শিবিরের অস্বস্তির কাঁটা হয়ে দাঁড়াচ্ছে৷ বার বারই জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ছেন তৃণমূলের জেলা নেতা ও মন্ত্রীরা৷ এবার নাম না করে জেলা সভাপতিকে ‘ক্যান্সার’–এর সঙ্গে তুলনা করলেন রাজ্যের মন্ত্রী ও জমিয়তে উলেমায়ে হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী৷
শুক্রবার সদাইপুরের চাতরা মসজিদের সামনে প্রতিনিধি সভা ছিল জমিয়তের৷ দরিদ্র মানুষের হাতে সাহায্য তুলে দেওয়া ও বৃক্ষরোপণের কর্মসূচি ছিল এদিন৷ সেখানে সিদ্দিকুল্লা মন্তব্য করেন, ‘‘বীরভূম জেলার এক ব্যক্তি মঙ্গলকোট, কেতুগ্রাম, আউশগ্রামকেও নাস্তানাবুদ করে দিয়েছেন৷ এটা ক্যান্সার৷ যতক্ষণ বীরভূমে এই নেতৃত্ব থাকবেন, রোগ থাকবে৷ একটা পচা আলু এক বস্তা ভাল আলুকেও নষ্ট করে দেয়৷’’
তিনি বলেন, ‘‘... দলনেত্রীর কাজ উনি করছেন তৃণমূল নেতৃত্বকে বলছি, একজনের জন্য এত ছাড় দেওয়া হয়েছে কেন? সাহস করে হাল ধরুন ...বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সময় এ জিনিস চলতে পারে না...৷’’