ব্রাত্যের পর কাকলী— মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতাজীর সাথে তুলনা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/11/2020   শেষ আপডেট: 22/11/2020 5:58 a.m.
-

বিজেপির ‘বহিরাগত’ নেতাদের কটাক্ষ করতে গিয়ে কাকলী বললেন এই কথা

রাজ্য বিজেপি সংগঠন মজবুত করার জন্য ভিন রাজ্যের ৫ নেতাকে দায়িত্ব দেওয়ার পর থেকেই ‘বহিরাগত’ বিষয় নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। শনিবার সেই বিষয়েই বিজেপিকে আরেকদফা বিঁধলেন তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদার। বললেন, “রাজ্যের নেতাদের উপর ভরসা নেই বিজেপির। বাইরে থেকে নেতা আনতে হচ্ছে। যাদের আনছে তারা বাংলার সংস্কৃতি সম্পর্কে জানেই না। ওরা বাংলার মা-বোনেদের সম্মান করতেই জানে না। স্বাধীনতা আন্দোলন দেখুন, শিক্ষায় রবীন্দ্রনাথ সাহসিকতায় নেতাজী। সবাই বাঙালি। আর এখন প্রশাসনে নাম বলতে মমতা বন্দ্যোপাধ্যায়। ওঁর বিরুদ্ধে লড়ার কে আছে?”

প্রসঙ্গত উল্লেখ্য শুক্রবার রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু দেশীয় রাজনীতিতে বাঙালিদের কোণঠাসা করে দেওয়ার ব্যাপারে বলতে গিয়ে নেতাজীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেন। আর তারপরের দিনই কাকলী ঘোষ দস্তিদারের এই মন্তব্য। যদিও বিজেপির পক্ষে এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি।