মোদির অনুষ্ঠানে যাচ্ছেন না দেব, জল্পনা উড়িয়ে নিজেই লিখলেন টুইটারে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/02/2021   শেষ আপডেট: 04/02/2021 5:55 a.m.
দীপক অধিকারী দেব @twitter

প্রধানমন্ত্রী হলদিয়ার অনুষ্ঠানে যাচ্ছেন না তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বুধবার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ কে সরাসরি টুইটারে উত্তর দিলেন দেব।

প্রধানমন্ত্রী হলদিয়ার অনুষ্ঠানে যাচ্ছেন না তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বুধবার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ কে সরাসরি টুইটারে উত্তর দিলেন দেব। দিন কয়েক আগে সৌমিত্র খাঁ একটি টুইট করেন যাতে রীতিমতো শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। টুইট করে সৌমিত্র খাঁ লেখেন, " হলদিয়ায় মোদির সাথে একই মঞ্চে থাকবেন দেবার শিশির অধিকারী।" আর সেই টুইটের পরিপ্রেক্ষিতে তার অবস্থান স্পষ্ট করে দিলেন দেব। পাশাপাশি তিনি ওই অনুষ্ঠানে থাকতে না পারার জন্য সৌমিত্র খাঁ এর কাছ থেকে ক্ষমা চেয়েছেন।

২টি সরকারি প্রকল্প সূচনা এবং একটি প্রকল্প শিলান্যাস করতে আগামী ৭ ফেব্রুয়ারি হলদিয়া আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

উল্লেখ্য, ২টি সরকারি প্রকল্প সূচনা এবং একটি প্রকল্প শিলান্যাস করতে আগামী ৭ ফেব্রুয়ারি হলদিয়া আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি তাকে আমন্ত্রণজানানোর জন্য থাকছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনকর। আমন্ত্রণ জানানো হয়েছে ৩ তৃণমূল বিধায়ককে। এই তালিকায় আছেন শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারি এবং দেব।

সৌমিত্র খাঁ এর টুইট প্রকাশ্যে আসার পর পর বিজেপি সাংসদ এর উদ্দেশ্যে দেব লিখেছেন, "রাজনৈতিক জীবনের যাত্রা এবং সাফল্য দেখে আমার সত্যিই গর্ব হয়। কিন্তু ইচ্ছা থাকলেও এবং আমন্ত্রণ পেলেও আমি ওই অনুষ্ঠানে থাকতে পারছি না। এর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমার রাজনৈতিক মতাদর্শ ভিন্ন কিন্তু তবুও আপনার প্রতি আমার বিশেষ শ্রদ্ধা এবং ভালোবাসা রয়েছে।" দেব আরো লিখেছেন, "আমাদের রাজনৈতিক চিন্তাধারা একেবারেই আলাদা। আমরা আগে একই দলে ছিলাম তাই আমরা দুজন একসাথে বেশ কিছু সুন্দর সময় কাটিয়েছি। সেই সময় আমি এখনো স্মরণ করি। এই অনুষ্ঠানের জন্য শুভকামনা রইল। পাশাপাশি আপনার দলের প্রতিও শুভেচ্ছা জানালাম।" রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীতার মাঝেও এভাবেই সৌজন্যতার নজির গড়লেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব।