বোমাবাঁধার নেতৃত্বে তৃণমূল নেতা, মুর্শিদাবাদে বোমাবাজির ঘটনায় হাতেনাতে গ্রেফতার টনি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/07/2022   শেষ আপডেট: 18/07/2022 6:10 p.m.
-

রাজ্যের একাধিক জায়গা থেকে প্রায় বোমাবাজির খবর পাওয়া যাচ্ছে

মুর্শিদাবাদের ডোমকলে বোমাবাজির ঘটনা নতুন কিছু নয়। অতিসম্প্রতি ১৪ জুলাই বোমাবাজি হয়েছিল ডোমকলের মেহেদিপাড়ায়। এমনকি বিস্ফোরণে হাত উড়ে গিয়েছে স্থানীয় এক যুবকের। সেই ঘটনার অভিযুক্ত হিসেবে এবার উঠে এল সক্রিয় তৃণমূল নেতার নাম। মাসাদুল হক ওরফে টনি নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে সোমবার।

পুলিশ সূত্রে খবর, একটাসময় তৃণমূল জেলা কমিটির সদস্য ছিলেন মাসাদুল। তাঁর নেতৃত্বেই এলাকায় বোমা বাঁধার কাজ চলে। এদিন গ্রেপ্তারের পর অবশ্য সংবাদমাধ্যমের কোনো প্রশ্নের উত্তর দেয়নি টনি। শুধু বলেন, "আমি মর্মাহত।" যদিও টনির মা জানান, "তার ছেলের দোষ নেই কোনো। তাঁকে ফাঁসানো হচ্ছে।"

প্রসঙ্গত উল্লেখ্য, গত সপ্তাহে শুক্রবার রাতেও প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। পরপর ৪০ টা বোম পড়ে। কেবল মুর্শিদাবাদে নয়, মালদহতেও একই ছবি। মালদহের মানিকচকে ঘটা সাম্প্রতিক বিস্ফোরণের অভিযুক্ত‌ও কিছু তৃণমূলের সদস্যরাই। ইতিমধ্যেই ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বোমাবাজির জেরে তিনজন নিহত হয়েছে বলে খবর।