পুলিশকর্তার মেয়ের "অশালীন" ছবি পোস্ট সোশ্যাল মিডিয়াতে, গ্রেপ্তার তৃণমূল নেতার ছেলে
বারাসাত তৃণমূল কংগ্রেস নেতার ছেলে অর্কদীপ কুন্ডু গ্রেফতার হয়েছে
পুলিশ আধিকারিকের মেয়ের ছবি নিয়ে সোশ্যাল মিডিয়াতে (Social Media) অশ্লীল পোস্ট করার দায়ে গ্রেফতার হল বারাসাত তৃণমূল কংগ্রেস (TMC) নেতার ছেলে অর্কদীপ কুন্ডু। ওই পুলিশকর্তার মেয়ে অভিযোগ করেছিলেন যে তাঁর ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল পোস্ট করেছিল অর্কদীপ। অন্য এক মহিলার পাশে তাঁর ফোন নাম্বার লিখে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এর ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সারাক্ষণ ফোন করে কুপ্রস্তাব দেওয়া হচ্ছিল। এমনকি বিদেশ থেকেও ফোন করে অশালীন কথাবার্তা বলা হয়। এই ঘটনা প্রসঙ্গ নিয়ে ওই মেয়েটি বিধাননগর সাইবার ক্রাইম থানায় (Bidhannagar Cyber Crime Police Station) লিখিত অভিযোগ জানায়। কিন্তু তাতে কোন লাভ হয়নি। নিয়ম অনুযায়ী এফআইআর অব্দি দায়ের করা হয়নি। পরে তিন সপ্তাহ পর তথ্যপ্রযুক্তি আইনের আওতায় মামলা রুজু করা হয়। সেই সময় উল্টে তৃণমূল নেতা ওই পুলিশ আধিকারিককে হুমকি দিয়েছিলেন বলে জানা গিয়েছে।
এই ঘটনা নিয়ে তৃণমূল-বিজেপি তরজা শুরু হলে সক্রিয় ভূমিকা পালন করে পুলিশ। গতকাল অর্থাৎ শনিবার রাতে বারাসাত নবপল্লীর এক আবাসনে যৌথ অভিযান চালায় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ও বারাসাত থানার পুলিশ। ওই আবাসনে আত্মগোপন করেছিল উত্তরপাড়া তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর দীপক কুন্ডুর ছেলে অর্কদীপ। জানা গিয়েছে, অভিযুক্ত যুবক ওই পুলিস আধিকারিকের মেয়ের সহপাঠী ছিলেন। আজই অর্ককে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে।