গরু পাচারকাণ্ডে CBI দপ্তরে হাজিরা এড়ালেন অনুব্রত, চিঠি লিখে জানালেন কারণ
কিডনির সমস্যায় বাড়িতে বিশ্রাম নিচ্ছেন বলে জানিয়েছেন অনুব্রত মণ্ডল
একুশে বাংলা বিধানসভা নির্বাচন শেষ পর্বে এসে উপস্থিত হয়েছে। ইতিমধ্যেই সাত দফা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং বাকি রয়েছে আর মাত্র ১ দফা নির্বাচন। কিন্তু এরইমাঝে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গরু পাচার মামলার প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করার জন্য আজ অর্থাৎ মঙ্গলবার নিজাম প্যালেসে তলব করেছিল। কিন্তু আজ সিবিআইতে হাজিরা দেননি তিনি। বরং চিঠি পাঠিয়ে তিনি সিবিআইকে জানিয়ে দিয়েছেন যে তিনি আজকে যেতে পারবেন না। আসলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নোটিশ পাঠানোর পর প্রকাশ্যেই বলেছিলেন, "ভোট প্রক্রিয়া না মিললে কোথাও যাওয়ার দরকার নেই।" হয়তো জননেত্রীর আদেশ মেনেই সিবিআই দপ্তরে আজ হাজিরা দেয়নি অনুব্রত মণ্ডল।
অনুব্রত মণ্ডল চিঠিতে লিখেছেন যে বর্তমানে তিনি কিডনির সমস্যায় ভুগছেন। তাই তিনি বাড়িতে বিশ্রামে রয়েছেন। এই মুহূর্তে কলকাতায় নিজাম প্যালেসে তার হাজরা দেওয়া সম্ভব নয়। তিনি পরে যাবেন। প্রসঙ্গত, সিবিআই অনুব্রত মণ্ডলের সাথে তারেক সহযোগীকেও তলব করেছিল। তিনি আজ সিবিআইকে চিঠি দিয়ে জানিয়েছেন, "আমার পরিবারের কয়েকজন করোনায় আক্রান্ত। সবার সুরক্ষার স্বার্থে এখন আমি হোম আইসোলেশনে আছি। তাই এখন হাজিরা দেওয়া সম্ভব নয়।"