জনসংযোগে শাসকদলের নয়া কৌশল : মানুষের সেবায় 'দিদির দূত'
মোবাইল অ্যাপের পাশাপাশি অভিষেক বন্দোপাধ্যায়ের হাত ধরে চালু হল দূত-গাড়িও
নির্বাচনের আগে আবার নতুন চমক শাসক দলের পক্ষ থেকে। জনসংযোগের উদ্দেশ্য এবার চালু করা হল 'দিদির দূত' নামক একটি মোবাইল অ্যাপ। এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে মাত্র আট দিনের মধ্যেই লক্ষাধিক মানুষ ডাউনলোড করেছেন অ্যাপটি, যাতে কার্যত খুশি বাংলার শাসকদল। কিন্তু কি হবে এই অ্যাপে? জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সরাসরি যোগাযোগের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এতে জননেত্রীর সমস্ত কর্মসূচি, সভা, বার্তা, অনুষ্ঠান দেখতে পাওয়া যাবে। রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে জারি হওয়া নতুন নির্দেশিকা ছাড়াও দৈনিক খবর, ফটো, ভিডিও সহ তথ্য সম্পর্কে অবগত থাকা যাবে। এমনকি জনগণ তার নিজের মতামত, অভিযোগ, সমস্যা ইত্যাদি নিজেরাই লিখে জানাতে পারেন এতে।
অ্যাপের পাশাপাশি একটি 'দিদির দূত' নামাঙ্কিত গাড়িও উদ্বোধন করলেন অভিষেক বন্দোপাধ্যায়। গতকাল এতে করেই সোনারপুর উত্তর ও দক্ষিণ বিধানসভায় রোড শো করেছেন তিনি। কি হবে এই গাড়িতে? জানা গেছে, তৃণমূল নেতারা এতে করে জায়গায় জায়গায় গিয়ে জনসংযোগ করবেন এবং যদি আপনিও চান দিদির বার্তা বাংলার সকল স্তরে ছড়িয়ে দিতে, 'দিদির দূত' হয়ে এই গাড়িতে সওয়ার হতে পারেন আপনিও। এই গাড়ির গায়ে QR code স্ক্যান করেও অ্যাপ ডাউনলোড করতে পারেন। নির্বাচনের প্রচারে শাসক থেকে বিরোধী, কেউ পিছিয়ে নেই। এখন দেখার নির্বাচনে 'দিদির দূত' শাসকদলের জন্য কতটা লাভদায়ক হয়।