ডিভিসির জল ছাড়ার ফলে সৃষ্টি হচ্ছে বন্যা পরিস্থিতি, নবান্নে আক্রমণ মুখ্যমন্ত্রীর
সারা রাজ্যে সৃষ্ট বন্যা পরিস্থিতি নিয়ে দামোদর ভ্যালি কর্পোরেশনকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
সারা রাজ্যে বন্যা পরিস্থিতি নিয়ে দামোদর ভ্যালি কর্পোরেশনকে আক্রমণ করে আজ নবান্ন থেকে বক্তৃতা রাখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে দামোদর ভ্যালি কর্পোরেশনের ছাড়া জলে যে সমস্ত জায়গায় প্লাবন পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ডুমুরজলা স্টেডিয়াম থেকে কপ্টারে রওনা দিয়ে আরামবাগে গিয়ে দুর্গত এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন তিনি। এছাড়াও দামোদর ভ্যালি কর্পোরেশনের জল ছাড়ার পরিমাণের তথ্য দিয়ে বললেন, রাজ্যকে না জানিয়ে দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফ থেকে জল ছেড়ে দেওয়া হচ্ছে। আরামবাগে দাঁড়িয়ে বিস্তারিত তথ্য দিয়ে মমতা বললেন, ৮টি জেলার বিভিন্ন এলাকায় বর্তমানে জলের তলায় রয়েছে। সাড়ে ৫ লক্ষ কিউসেক জল ছেড়েছে। এবং এই কারণে হাওড়া, বীরভূম, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
রাত পোহালেই ভবানীপুর উপ নির্বাচনের রায় ঘোষণা। তার আগেই আজকে সাংবাদিক বৈঠকে বন্যা নিয়ে দামোদর ভ্যালি কর্পোরেশনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের সাংবাদিক বৈঠকে তিনি বললেন, 'যেভাবে জল ছাড়া হয়েছে তা অত্যন্ত বড় অপরাধ। এত জল এর আগে এরকম ভাবে কখনো ছাড়া হয়নি। এটা একটা ম্যান মেড ক্রাইম। এবারে বৃষ্টি বেশি হয়েছে। কিন্তু রাজ্য সরকার সাড়ে ৩ লক্ষের বেশি পুকুর কেটেছে।"
মমতা আরো বলেন, "বিশ্ব উষ্ণায়ন চলছে, তাই সরকারের পদক্ষেপ গ্রহণ করা উচিত। বছরে চারবার বন্যা হলে আমরা কি করব? ঝাড়খন্ডে বৃষ্টি হলে ধাপে ধাপে কেন জল ছাড়া হচ্ছে না? একবারে জল ছেড়ে প্লাবিত করা হচ্ছে। ঝাড়খন্ড সরকার জলাধারের সংস্কার করুক। ৩০ তারিখের পর থেকে ১০ লক্ষ কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে। ডিভিসি প্রতিবার জল ছেড়ে আমাদের ডোবাচ্ছে। ডিভিসি জলাধার কেন সংস্কার করছে না?"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 'আমরা এই নিয়ে বার বার প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছি। দরকার পড়লে আবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখব। দামোদর ভ্যালি কর্পোরেশন কতবার আমাদের ভাসাবে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথায় কথায় মানবাধিকার কমিশন পাঠিয়ে যান। কিন্তু দামোদর ভ্যালি কর্পোরেশন জল ছেড়ে বানভাসি করলে ক্ষতিপূরণ দিচ্ছেন না কেনো? বারবার ঝড় হয়েছে, কত টাকা ক্ষতিপূরণ দিয়েছেন? উদয়নারায়নপুর, বাগনান, খানাকুল, ঘাটাল, ডেবরা এবং পটাশপুর প্লাবিত হয়েছে। প্রায় ৫ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। পুজোর সময়ে মানুষ উৎসব করবে নাকি প্রাণ বাঁচাবে? আমরা এবারে দামোদর ভ্যালি কর্পোরেশনের কাছ থেকে ক্ষতিপূরণ চাইবো। কেন্দ্র এটা নিয়ে কোনো পদক্ষেপ করুক।"
অন্যদিকে, বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়ে কটাক্ষ করেছেন। সুকান্ত বলেছেন, 'জলে দাঁড়িয়ে ফটোশুট করতে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যকে জানিয়েই জল ছেড়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন। এখন তিনি বলছেন তিনি কিছুই জানেন না। আসলে কিন্তু আগে সব জানানো হয়েছিল।"