কোভিড মিটলে ব্রিগেডে বড় সভা হবে, বার্তা মুখ্যমন্ত্রীর
একুশের শহিদ স্মরণের মঞ্চ থেকেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের লক্ষ্যে মুখ্যমন্ত্রী
তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর ২১ জুলাই শহিদ দিবস পালন করছে তৃণমূল (TMC)। সেই মঞ্চ থেকেই এবার সরাসরি জোটের বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee, CM)। একইসঙ্গে ব্রিগেড সমাবেশের ডাক দিলেন তিনি। বলেন, "কোভিড মিটলে ব্রিগেডে বড় সভা করব। সমস্ত বিরোধী দল মিলে সেই অনুষ্ঠান করব। সবাইকে আমন্ত্রণ জানাব। আসুন আমরা জোট বাঁধি, এগিয়ে যাই।" বলাবাহুল্য, একুশের শহিদ স্মরণের মঞ্চ থেকে খেললেন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের তাস।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, "সবাইকে বলব একসঙ্গে আসুন, বিজেপির সঙ্গে লড়াই করুন। আমরা হারব না। আমরা ভয় পাব না। কেউ মাথা নত করব না। অনেক গদ্দার আছে যাঁরা বড় বড় কথা বলছে। মানুষ গদ্দারদের জবাব দেবে। বিজেপিতে গদ্দারদের জন্ম হয়। ওরা সবার কণ্ঠরোধ করতে চায়। আমরা চুপ করব না।"
এরপরেই নরেন্দ্র মোদীর গড় গুজরাত নিয়ে মুখ্যমন্ত্রী তোলেন নানান কথা। মুখ্যমন্ত্রীর কথায়, "আমাদের কন্যাশ্রী রাষ্ট্রপুঞ্জে পুরস্কৃত হয়েছে। কৃষকদের আমরা ১০ হাজার টাকা করে দিচ্ছি। কৃষকের মৃত্যু হলে তাঁর পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিই আমরা। জমির মিউটেশন আমরা করে দিই। গুজরাত নয়, বাংলাই দেশের মডেল। জ্বালানীর দাম বাড়ল কেন? প্রতিদিন সময় পেলে আধ ঘণ্টা মিছিল করুন। পেগাসাস নরেন্দ্র মোদীর নাভিশ্বাস। ভারত উন্নয়ন চায়। ভারত শক্ত অর্থনীতি চায়। ভারত কৃষক, শিশু, মহিলা, দরিদ্রদের উন্নয়ন চায়। বিজেপি কিছু করছে না। আপনি কটা রাজ্যে বিনামূল্যে রেশন দেন প্রধানমন্ত্রী? আমাদের জোট ক্ষমতায় এলে বিনামূল্যে রেশন দেওয়া হবে। পশ্চিমবঙ্গে বিনামূল্যে রেশন দেওয়া হয়। পশ্চিমবঙ্গে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। বেকারত্ব বাড়ছে। অর্থনীতির অবস্থা খারাপ। কৃষকরা কাঁদছে। কেন তিনটে কৃষি আইন এনেছেন? বিজেপি মানবাধিকার জানে না। বিজেপির মগজে মরুভূমি। গোলি, গুলি আর গালির পলিটিক্স চলছে।"
বেকারত্ব নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, "বেকারত্ব বাড়ছে। অর্থনীতির অবস্থা খারাপ। কৃষকরা কাঁদছে। কেন তিনটে কৃষি আইন এনেছেন? বিজেপি মানবাধিকার জানে না। বিজেপির মগজে মরুভূমি।"