রাজ্যের সিদ্ধান্তেই শিলমোহর! মামলা খারিজ করে ১৬ নভেম্বরেই খুলছে স্কুল-কলেজ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/11/2021   শেষ আপডেট: 11/11/2021 3:45 p.m.
কলকাতা হাইকোর্ট

রাজ্যে স্কুল খোলা নিয়ে কাটল আইনি জট

অবশেষে রাজ্যে (West Bengal) স্কুল (School)  খোলা নিয়ে কাটল আইনি জট। কলকাতা হাইকোর্টে (Kolkata HighCourt) খারিজ জনস্বার্থ মামলা। রাজ্যের নির্দেশ মতোন নভেম্বরেই সমস্ত বিধিনিষেধ মেনে খুলবে স্কুল-কলেজ। কারণ, রাজ্যের সিদ্ধান্তেই সায় দিল কলকাতা হাইকোর্ট। 

প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ এদিন মামলাকারীকে জানায়, "অবিভাবকদের সমস্যা হলে তাঁরা আদালতে এসে সমস্যার কথা বলবেন। স্কুল কতক্ষন খোলা থাকবে সেটা কি আপনার দেখার বিষয়? আপনার বাচ্চা কি স্কুলে যায়? এটা ব্যক্তিগত কারণ হতে পারে না। অভিভকদের কিছু বলার থাকলে কোর্টে এসে বলুক। আমরা দেখব।"

প্রসঙ্গত, সুদীপ ঘোষ চৌধুরী নামে এক ব্যক্তি অভিযোগ করে মামলা করেন, রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তে গলদ আছে। অভিযোগ তুলে বলেছিলেন, স্কুল পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়া হয়নি। এছাড়াও নানান ইস্যু তুলে জনস্বার্থে মামলা দায়ের করেন তিনি। তবে এ বিষয়ে আদালতের স্পষ্ট বক্তব্য, "আপনার কি ব্যক্তিগত স্বার্থ আছে? অভিভাবকদের অসুবিধা হলে তাঁরা আসবেন। সেই সুযোগ আছে।" 

অন্যদিকে, রাজ্যের তরফে বলা হয়, "একজন এটা নিয়ে মামলা করতে পারেন এটা শুনেই আশ্চর্য হচ্ছি। অনেক আলোচনা এবং রিসার্চ করেই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"