পাশের হার ১০০ শতাংশ, সর্বোচ্চ নম্বর ৬৯৭ পেয়েছেন ৭৯ জন
পরীক্ষা ছাড়াই নজিরবিহীন ফলাফল, খুশি সবমহল
কোভিড (Covid-19) আবহে পরীক্ষা না হলেও বিকল্প মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল (Madhyamik Result)। বিগত সব বছরের রেকর্ড ভেঙে এবারে মাধ্যমিকে পাশের হার ১০০ শতাংশ। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৬৯৭, তাও আবার পেয়েছেন ৭৯ জন পরীক্ষার্থী। এবারের ফলাফলে তাই চমকের পর চমক দেখল বাংলা।
করোনা পরিস্থিতিতে অন্যান্য বোর্ডের মতো পশ্চিমবঙ্গ সরকারের মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষা নিতে পারেনি। পরীক্ষা না হওয়ায় বিকল্প পদ্ধতিতে পরীক্ষার্থীদের দক্ষতা যাচাই হয়েছে। এক্ষেত্রে ২০১৯ সালে পরীক্ষার্থীদের নবম শ্রেণিতে প্রাপ্ত নম্বর এবং ২০২০ সালে ইন্টারনাল ফরম্যাটিং ইভ্যালুয়েশনের মাধ্যমে ছাত্র ছাত্রীদের মূল্যায়ণ করা হয়েছে। তার ফলে প্রাপ্ত নম্বরের পরিমাণ যেমন বেড়েছে, তেমনি পাশের হারও বৃদ্ধি পেয়েছে। এবারের পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি ছিল। পর্ষদ জানিয়েছে, ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ৪ লক্ষ ৬৫ হাজার ৮৫০ জন এবং ৬ লক্ষ ১৩ হাজার ৮৪৯ জন ছাত্রী। গত বছর যেখানে ৮৬.৩৪ শতাংশ পাশ করছিল, এবারে পাশের হার ১০০ শতাংশ।
উল্লেখ্য, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "এ বছর একটি ব্যতিক্রমী বছর, সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুকে।" আজ থেকেই পর্ষদের ৪৯ টি ক্যাম্প অফিস থেকে মার্কসিট এবং অ্যাডমিট কার্ড তুলে দেওয়া হবে। পর্ষদের তরফে আরও জানানো হয়েছে, যদি কোন পরীক্ষার্থী তাঁর প্রাপ্ত ফলাফলে সন্তুষ্ট না হয়, তাহলে পরে পরীক্ষায় বসতে পারবেন। সেক্ষেত্রে ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বরই বিবেচিত হবে। এই ওয়েবসাইট গুলো থেকে ফল দেখা যাবে - www.wbbse.wb.gov.in https://wbresults.nic.in www.exametc.com