স্কুল-কলেজ খুললে খরচ বরং মদের দোকান খুললে রাজ্যের লাভ : কটাক্ষ দিলীপ ঘোষের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/06/2021   শেষ আপডেট: 15/06/2021 1:26 p.m.
-

অনলাইনে ওপেন বুক এক্সামের বিরোধীতা করে গনমেইল ক্যাম্পেইন চালাচ্ছে হাজার হাজার পরীক্ষার্থী

করোনার (Corona Virus) দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত গোটা দেশ। যদিও সার্বিকভাবে ক্রমশ নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে দেশের করোনা সংক্রমণের হার। মঙ্গলবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬০ হাজার ৪৭১ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গত ৭৫ দিনের মধ্যে সর্বনিম্ন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৫ লক্ষ ৭০ হাজার ৮৮১ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৩ লক্ষ ৭৭ হাজার ৩১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৭২৬ জনের। দেশের দৈনিক সংক্রমণের হার অনেকদিন ধরেই নিম্নমুখী।

এই পরিস্থিতিতে গতকাল পশ্চিমবঙ্গে  বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে পয়লা জুলাই পর্যন্ত। বন্ধ থাকবে স্কুল-কলেজ। বাতিল মাধ্যমিক(Madhyamik Exam 2021) -উচ্চমাধ্যমিক (Higher Secondary 2021)। তবে বিধিনিষেধে ছাড় দিয়ে খুলেছে শপিং মল, বার, রেস্টুরেন্ট, দোকান পাট, সময় বেড়েছে বাজার খোলার। বন্ধ গণপরিবহন ব্যবস্থা। এবার এই নিয়ে ফের রাজ্যকে তোপ দাগলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

উল্লেখ্য, গত মে মাসের মাঝামাঝিতে বাড়তে শুরু করেছিল রাজ্যের সংক্রমিতের সংখ্যা। পরিস্থিতি আয়ত্তে আনতে প্রথমে লোকাল ট্রেন বন্ধের সিদ্ধান্ত নেয় রাজ্য। পরবর্তীতে একে একে বন্ধ করে দেওয়া হয় সমস্ত গণপরিবহণ। তবে বর্তমানে পরিস্থিতিতে কিছুটা আয়ত্তে আনতে বিধিনিষেধে ছাড় মিললেও, খুলছে না শিক্ষা প্রতিষ্ঠানের দরজা। এদিকে অনলাইনে ওপেন বুক এক্সামের বিরোধীতা করে গনমেইল ক্যাম্পেইন চালাচ্ছে হাজার হাজার পরীক্ষার্থী। তবুও ভার্চুয়াল ভাবেই চলছে পড়াশোনা।

এই ইস্যু নিয়েই এদিন দিলীপ ঘোষ বলেন, “স্কুল-কলেজ খোলা থাকলে রাজ্যের খরচ। আর মদের দোকান খুললে লাভ। স্কুলে গেলে বাচ্চারা করোনা ছড়াবে আর মদের দোকানে মারামারি করলে কোনও সমস্যা হচ্ছে না।”