যুব নেতাদের দেওয়া প্রতিশ্রুতির মান রাখল মুখ্যমন্ত্রী, মামলা দায়ের TMC-র

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/08/2021   শেষ আপডেট: 13/08/2021 8:28 p.m.
facebook.com/MamataBanerjeeOfficial/

অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের নেতা-নেত্রীর বিরুদ্ধে 'বেআইনি' FIR খারিজের দাবিতে আগরতলা হাইকোর্টে মামলা করল তৃণমূল

বাংলা (West-Bengal) জয়ের পর এখন ত্রিপুরাতেই (Tripura) চোখ তৃণমূলের (Trinamool)। দিন কয়েক আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নিশানায় পড়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ত্রিপুরায় তৃণমূল যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহাদের আক্রান্ত হওয়া ও গ্রেফতারির ঘটনা নিয়ে সরাসরি আইনের ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই নবান্নে সাংবাদিক বৈঠকের পরেই এসএসকেএম হাসপাতালে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ত্রিপুরায় ঘৃণ্য আক্রমণ করা হয়েছে। আমরা লড়ে নেব।

এমন হুঁশিয়ারির চব্বিশ ঘণ্টা না কাটতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের নেতা-নেত্রীর বিরুদ্ধে 'বেআইনি' FIR খারিজের দাবিতে আগরতলা হাইকোর্টে মামলা করল তৃণমূল। এই মামলাটির শুনানি হবে আগামী বুধবার। প্রসঙ্গত, ত্রিপুরায় গিয়ে দফায় দফায় আক্রমণের মুখে পড়তে হয়েছে দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত, সুদীপ রাহারা। বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। দলের 'আক্রান্ত' নেতানেত্রীদের পাশে দাঁড়াতে ত্রিপুরা যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেন,  ব্রাত্য বসু, কুণাল ঘোষরা। খোয়াই থানায় দীর্ঘক্ষণ ধর্ণা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপর ৫০ হাজার ব্যক্তিগত বণ্ডে জামিন পান ধৃতেরা।

এদিকে ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে FIR দায়ের করেছিল পুলিস। অভিযোগ, পুলিশের কাজে বাধা দেওয়ার। যদিও পুলিসের এই অভিযোগকে আমল দিতে নারাজ তৃণমূল। বরং তাদের প্রশ্ন, "কোর্টে কেন অভিযোগ করা হল না? এতদিন পরে কেন মামলা দায়ের?" এতদিন পরে কেন মামলা দায়ের? এবার এই সব প্রশ্ন আদালতে তুলতে পাল্টা মামলা তৃণমূল কংগ্রেসের। সেখানে যদি পুলিশের মামলা খারিজ হয়ে যায় সেটা হবে তৃণমূল কংগ্রেসের নেতাদের নৈতিক জয়।