'বঞ্চিত' উত্তরবঙ্গের তকমা মুছে চিকিৎসাক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ মুখ্যমন্ত্রীর
এবার টাটা গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে এসএসকেএম ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্যানসার চিকিৎসার বন্দোবস্ত করছে রাজ্য সরকার
ক্যানসার (Cancer) চিকিৎসায় বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার। ক্যানসারের চিকিৎসার জন্য খরচ করে আর যেতে হবে না মুম্বই। কারণ এবার টাটা গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে এসএসকেএম ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্যানসার চিকিৎসার বন্দোবস্ত করছে রাজ্য সরকার। আজ নবান্নের সাংবাদিক বৈঠক থেকে এমনই ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।
এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী (West Bengal CM) বলেন, "রাজ্যে আরও দুটি ক্যানসার হাসপাতাল তৈরি করা হবে। এর মধ্যে একটি তৈরি হবে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)। আরেকটি তৈরি হবে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে (North Bengal Medical College)। টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালের সঙ্গে গাঁটছড়া বেঁধে তৈরি করা হবে এই দুটি ক্যানসার হাসপাতাল। বাংলা থেকে ২৫ শতাংশ লোক ক্যানসারের চিকিৎসার জন্য মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে যায়। সেক্ষেত্রে ওখানে থাকা, খাওয়া-দাওয়া, যোগাযোগ ও শয্যা পেতে ভীষণ অসুবিধার মুখে পড়তে হয়। এসব চিন্তা করে আমরা টাটা মেমোরিয়ালের সঙ্গে যোগাযোগ করেছিলাম। মুম্বইয়ের মতো টাটা মেমোরিয়াল ও পশ্চিমবঙ্গ সরকার মিলে বাংলায় দুটো ক্যানসার হাসপাতাল তৈরি করবে।"
প্রসঙ্গত, ক্যানসার চিকিৎসায় টাটা মেমোরিয়ালের সুনাম অনেকদিনের। রাজ্যে ইতিমধ্যে টাটার একটি ক্যানসার হাসপাতাল রয়েছে। সেটি অবস্থিত রাজারহাটে। তবে এবার মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, রাজ্যের মানুষ আরও দুটি উচ্চমানের ক্যানসার হাসপাতাল পেতে চলেছে। মুখ্যমন্ত্রী জানান, বাংলায় ক্যানসার হাসপাতাল হলে মানুষকে আর চিকিৎসা করাতে বাইরে যেতে হবে না। তিনি বলেন, ‘‘রাজ্যে হাসপাতাল হলে আর বাইরে যেতে হবে না বাংলার মানুষকে। এখানেই ক্যানসারের সব চিকিৎসা হবে।’’