ত্রাণ দুর্নীতির মামলা খতিয়ে দেখবে CAG, রিপোর্ট দিতে হবে ফেব্রুয়ারিতেই
কেন্দ্রের পাঠানো টাকা নয়ছয় করেছে রাজ্য, এমন অভিযোগ উঠেছিল বিজেপির তরফে
মালদহ-মুর্শিদাবাদে বন্যাত্রাণে বিপুল অঙ্কের দুর্নীতির অভিযোগ, খতিয়ে দেখতে এবার ক্যাগ-কে গিয়ে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Kolkata HighCourt)। আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত বছর আমফানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সে সময় কেন্দ্রের পাঠানো টাকা নয়ছয় করেছে রাজ্য, এমন অভিযোগ উঠেছিল বিজেপির তরফে। এমনকি তাঁদের দাবি ছিল, রঙ দেখে ত্রাণ দেওয়া হয়েছে।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই মূলত শুনানি ছিল আজ। কাজেই, ফের চাপ বাড়ল রাজ্যের উপর। মামলাকারীদের অভিযোগ, ক্ষতিগ্রস্থরা টাকা পাননি। এর বদলে যারা টাকা পেয়েছেন তারা শুধু একবার নয়, একাধিকবার টাকা ঢুকেছে তাদের অ্যাকাউন্টে। প্রসঙ্গত, এই নিয়েই তদন্ত শুরু করে স্থানীয় প্রশাসন। পরে অবশেষে মামলা যায় কলকাতা হাইকোর্টে।
সেই মামলার শুনানিতেই এদিন কলকাতা হাইকোর্ট, ক্যাগ-কে গিয়ে তদন্তের নির্দেশ দিল। সঙ্গে হাইকোর্টের বক্তব্য, সাহায্য করতে হবে রাজ্যকেও। জানাতে হবে সমস্ত ত্রাণের খতিয়ান।