মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার দাবিতে বিধানসভায় শিক্ষক বিক্ষোভ
সমবেতনের দাবিতে আন্দোলনরত শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সদস্যরা, ভিভিআইপি গেটের মাথায় চড়লেন শিক্ষিকারা
বেশ কিছুদিন আগেই নবান্ন অভিযানে সামিল হলেও ময়দান থেকে ফেরত আসেন আন্দোলনরত শিক্ষকরা। আর এবার সরাসরি বিধানসভা ভবনের গেটে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের দাবিতে জোরালো বিক্ষোভে ফেটে পড়লেন শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সদস্যরা। মূলত সমবেতন ও আরও সুযোগ-সুবিধা পাওয়ার লক্ষ্যে আজ বিধানসভা অধিবেশন শুরুর আগেই উত্তপ্ত হয়ে ওঠে চত্বর। দাবিদাওয়া আদায়ের নিরিখে আজও আগের দিনের মতো অবস্থান বিক্ষোভে নেমেছেন শিক্ষকরা।
এই শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের আন্দোলনকারীদের মধ্যে রয়েছেন প্রধানত প্রাণীমিত্র, প্রাণীবন্ধু, এমএসকে, এসএসকের সদস্যরা। হাইকোর্ট থেকে সরাসরি বিধানসভার দিকে যাত্রা করেন তারা। বিধানসভার গেট ও ব্যারিগেড টপকে ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশের সাথে হাতাহাতিতে ধুন্ধুমার কান্ড ঘটে। গেটের মাথায় উঠে পড়েন মহিলারাও। মহিলা পুলিশ দিয়ে রুখে দেওয়ার চেষ্টা হয়। মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি দেখা করে নিজেদের দাবিদাওয়া যতক্ষণ না পর্যন্ত তারা বলতে পারছেন, এই অবস্থান বিক্ষোভও জারি থাকবে বলে জানান আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকারা।