সায়নীর 'টাইপ' নিয়ে বিতর্কিত মন্তব্য তথাগত রায়ের, শেষে খ্যামা দে মা লক্ষ্মী বলে বাঁচলেন তথাগত
সায়নীর কথায়, জয় শ্রীরাম ধ্বনি একটি রণধ্বনিতে পরিণত করা হয়েছে, যা বাংলা সংস্কৃতির মধ্যে পড়ে না
রাজ্যে বিধানসভা ভোটের আসর শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে কটাক্ষ করে চলেছে। সোশ্যাল মিডিয়াতে চারিদিকে বাক যুদ্ধের পরিস্থিতি বর্তমান। তবে তারই মধ্যে এবারে নাম লিখিয়েছেন প্রবীণ রাজনৈতিক প্রবীণ রাজনৈতিক এবং প্রাক্তন ত্রিপুরা এবং অসমের রাজ্যপাল তথাগত রায়। তথাগত বিজেপির নেতা। আর অন্যদিকে সায়নী ঘোষ একজন অভিনেত্রী। তবে টুইটারে বর্তমানে অসমবয়সী এই দুই রাজনীতিবিদদের মধ্যে লেগেছে চরম তর্ক বিতর্ক।
এটি বাংলা চ্যানেলে বক্তা সায়নী ঘোষ পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে বললেন," যেভাবে জয় শ্রীরাম ধ্বনি রণধ্বনি তে পরিণত হচ্ছে তা অত্যন্ত ভুল। বাঙালি সংস্কৃতির মধ্যে এটি পড়ে না। " আর তার পরেই মাঠে নামলেন প্রবীণ রাজনীতিবিদ তথাগত রায়। তথাগত বললেন, " সায়নী টাইপের মানুষকে আমি মূর্খ বলে মনে করি। সাথেই বাংলার বামপন্থী মানুষদেরও। ছিঃ! এসব বলতে নেই। করুক না, হিন্দু খুন, মেয়েদের ধর্ষণ। হোক না সোয়া কোটি হিন্দু গৃহহীন।" আর তারপরেই শুরু টুইট যুদ্ধ।
তথাগত টুইটের মন্তব্যে সায়নী ঘোষ বললেন," জোরে দেশভাগের সময় কতজন হিন্দুর মৃত্যু হয়েছিল সেই হিসেব করে এখন মুসলিমদের মারবে বলে তেড়ে আসছে, তারা গান্ধী কলোনী কে গডসে কলোনী বানাবেন। হিন্দুত্ব করতে গিয়ে হিন্দু ধর্মের কথা ভুলে গেছে। দেশবাসীর মঙ্গলের জন্য কি করতে হয়। দেশবাসীর অবস্থা দেখলেই বোঝা যায় তারা দেশের জন্য কি কি করেছে।